Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৪, ১৭ মে ২০২১
আপডেট: ১৯:৪২, ১৭ মে ২০২১

টাইগারদের প্রথম করোনা পরীক্ষার ফল নেগেটিভ

আগামীকাল সোনারগাঁ প্যান প্যাসিফিক হোটেলের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। তার আগে হবে দুই দফা কোভিড-১৯ টেস্ট। এদিকে প্রথম করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন বিসিবি প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী।

ডাঃ দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, ক্রিকেটার, কোচিং ও সাপোর্টিং স্টাফ মিলে শনি ও রোববার মোট ৩১ জনের কোভিড-১৯ টেস্ট করানো হয়েছে এবং আশার খবর সেখানে সবাই করোনা নেগেটিভ। কারও পজিটিভ নেই।

আজ (সোমবার) আরও একবার টেস্ট করা হবে। সেই দ্বিতীয় ও শেষ টেস্টে নেগেটিভরা জৈব সুরক্ষা বলয়ের ভেতরে থাকবেন।

দেবাশিষ জানিয়েছেন, শেষ টেস্টে পজিটিভ হওয়া সবাই মঙ্গলবার শেরে বাংলায় প্র্যাকটিসে অংশ নেবেন এবং তারপর হোটেলে গিয়ে উঠবেন।

আসন্ন সিরিজটির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে ২০ সদস্যের প্রাথমিক স্কোয়াড। ওয়ানডে সিরিজ শুরুর আগেই এটিকে কমিয়ে আনা হবে ১৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে। তবে সহসাই ঘোষণা হচ্ছে না ১৬ জনের মূল স্কোয়াড।

উল্লেখ্য, আগামী ২৩ মে মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। পরের দুটি ম্যাচ ২৫ ও ২৮ মে। দিবারাত্রির তিনটি ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়