Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:২৪, ১৯ মে ২০২১
আপডেট: ১৭:৩০, ১৯ মে ২০২১

ফিলিস্তিনের পতাকা উড়ালেন পগবা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদ জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডার পল পগবা।

মঙ্গলবার রাতে ওল্ড ট্রাফোর্ডে ফুলহ্যামের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাটিতে রেড ডেভিলদের এটাই মৌসুমের শেষ ম্যাচ। করোনা মহামারির কারণে এতদিন মাঠে দর্শক ঢুকতে না পারলেও এই ম্যাচে হাজার দশেক দর্শক উপস্থিত ছিলেন।  

দর্শক উপস্থিতিতে ম্যাচ শেষে পুরো মাঠ ঘুরে দর্শকদের অভিনন্দন গ্রহণ করেন ইউনাইটেডের খেলোয়াড়রা। আর ওই সময় ক্লাব সতীর্থ আমাদের সঙ্গে ফিলিস্তিনের পতাকা উড়াতে দেখা যায় পগবাকে। তবে এ কারণে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়েছেন ইউনাইটেডের কোচ ওলে গানার সুলশার।

কয়েক সপ্তাহজুড়ে চলা ইসরায়েলি আগ্রাসনের বিপরীতে ফিলিস্তিনিদের প্রতি বিশ্বজুড়ে সমর্থন ক্রমেই বাড়ছে। কিছুদিন আগে হাজারো মানুষ বিশাল মিছিল নিয়ে ম্যানচেস্টার সিটি সেন্টারে জড়ো হয়ে ‘ফ্রি ফিলিস্তিন’ বলে স্লোগান দেন। 

এর আগে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়েছেন মেসুত ওজিল, মোহামেদ সালাহ, হামজা চৌধুরী, মুনির এল-হাদ্দাদীসহ আরো অনেক ফুটবলার। ক্রিকেটারদের মধ্যে বাংলাদেশের মুশফিকুর রহমান ও সাব্বির রহমানও ফিলিস্তিনের পাশে থাকার বার্তা দিয়েছেন।  

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়