Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:৫২, ১৯ মে ২০২১
আপডেট: ১১:৫৪, ২০ মে ২০২১

করোনার প্রকোপে স্থগিত হয়ে গেলো এশিয়া কাপ

করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় আগামী জুন মাসে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ ক্রিকেট স্থগিত করা হয়েছে। বুধবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষে এই ঘোষণা দেওয়া হয়।

গত বছর পাকিস্তানের অনুষ্ঠিত হবার কথা ছিলো টুর্নামেন্টটি। সেটিও মহামারির কারণে সেখানে অনুষ্ঠিত হতে পারেনি।

এবারো টুর্নামেন্ট বাতিলের কারণে হিসেবে করোনাভাইরাসের কথা বলা হয়েছে। ২০২৩ সালের মধ্যে আর এই টুর্নামেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়ে দিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা।

অ্যাশলে ডি সিলভা জানিয়েছেন, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে আর এ টুর্নামেন্ট নিয়ে কোনো আশা দেখা যাচ্ছে না। কারণ, আগামী দুই বছরের জন্য প্রতিটি দলই পরিকল্পনা সাজিয়েছে। এর মধ্যে এশিয়া কাপের জন্য কোনো উইন্ডো আর বের করা সম্ভব হবে না।

অ্যাশলে ডি সিলভা সব জানিয়ে দিলেও আনুষ্ঠানিক ঘোষণাটি আসবে কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে। অ্যাশলে ডি সিলভা তেমনটাই জানিয়েছেন।

করোনাভাইরাসের মারাত্মক সংক্রমণের কারণে উপমহাদেশের প্রায় প্রতিটি দেশেই সতর্কাবস্থা জারি করেছে। প্রতিটি দেশেই বিমান চলাচল নিয়ন্ত্রণ করেছে। সুতরাং এশিয়া কাপ যে আয়োজন করা সম্ভব হবে না, সেটা বলাই বাহুল্য।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়