Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩:৩১, ১৯ মে ২০২১
আপডেট: ১১:২১, ২০ মে ২০২১

টোকিও অলিম্পিকে দৌঁড়াবেন জহির রায়হান

টোকিও অলিম্পিকের জন্য ৪০০ মিটার ইভেন্টে অ্যাথলেট জহির রায়হানকে মনোনীত করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন।

ফেডারেশনের সিলেকশন কমিটি তিনজনের নাম প্রস্তাব করেছিল: শিরিন আক্তার ১০০ মিটার, মোহাম্মদ ইসমাইল ১০০ মিটার ও জহির রায়হান ৪০০ মিটার।

এই তিনজনের মধ্য থেকে জহির রায়হানের দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভালো পারফরম্যান্স বিবেচনায় তাকে মনোনীত করা হয়েছে।

জাতীয় অ্যাথলেটিকসে ৪০০ মিটার ইভেন্টে ৪৬.৮৬ সেকেন্ড সময় নিয়ে করা রেকর্ডটি নৌবাহিনীর এই অ্যাথলেটের।

টোকিও অলিম্পিকে সবার আগে যোগ্যতা অর্জন করেন আরচার রোমান সানা। এরপর ওয়াইল্ডকার্ড পেয়েছেন দুই সাঁতারু আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ।

ইনজুরির কারণে সবশেষ বাংলাদেশ গেমসে অংশ নেয়া হয়নি জহিরের। পুনর্বাসন শেষে এখন পুরোদমে অনুশীলন চালিয়ে যাচ্ছেন জাতীয় চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়া এই স্প্রিন্টার।

সংবাদটি শুনে উচ্ছ্বসিত জহির বলেন, ‘অলিম্পিকে খেলার স্বপ্ন পূরণ হয়েছে। যারা মনোনয়ন দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাবা-মা সংবাদ শুনে খুবই খুশি হয়েছেন। বাড়িতে ঈদের আনন্দ বয়ে যাচ্ছে।’

জহিরকে বাছাই প্রসঙ্গে অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু বলেছেন, ‘আমাদের সিলেকশন কমিটি সবকিছু দেখেশুনে জহির রায়হানকে মনোনীত করেছে। টোকিও অলিম্পিকে জহিরই আমাদের প্রতিনিধিত্ব করবে।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়