Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৪, ২২ মে ২০২১
আপডেট: ১৮:২৩, ২২ মে ২০২১

বাবা হারালেন ক্রিকেটার সোহরাওয়ার্দী শুভ

বাংলাদেশ জাতীয় দলের স্পিনার সোহরাওয়ার্দী শুভ’র বাবা ও রংপুর প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রশিদ বাবু মারা গেছেন। শনিবার ভোর ৫.১০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

নিজের অফিশিয়াল ফেসবুক পেজে খবরটি নিশ্চিত করেছেন শুভ। সেখানে তিনি লিখেন, ‘আমার পিতা রংপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ বাবু আজ ভোর ৫.১০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ আজ বাদ আছর রংপুর জুম্মাপাড়া করিমিয়া নুরুল উলুম (বড়) মাদ্রাসায় অনুষ্ঠিত হবে এবং দাফনকার্য মুন্সিপাড়া কবরস্থানে সুসম্পন্ন করা হবে। ইন শাহ আল্লাহ।’

সাংবাদিক রশীদ বাবু রংপুর নগরীর জুম্মাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি রংপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভাপতি ছিলেন। এছাড়াও জুম্মাপাড়া করীমিয়া নুরুল উলুম মাদরাসার কোষাধ্যক্ষ, নাট্য সংগঠন শিখা সংসদের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক রোটারিয়ান ছিলেন।

তিনি রংপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভাপতি ছিলেন। এছাড়াও জুম্মাপাড়া করীমিয়া নুরুল উলুম মাদরাসার কোষাধ্যক্ষ, নাট্য সংগঠন শিখা সংসদের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক রোটারিয়ান ছিলেন।

রশীদ বাবু বেশ কয়েকবার রংপুর প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।

রশীদ বাবু ১৯৫৩ সালের ১ আগস্ট জন্মগ্রহণ করেন। চলতি বছরের মার্চে হৃদরোগে আক্রান্ত হলে তার অস্ত্রোপচার করা হয়। শনিবার ভোরে ফজরের নামাজ আদায় করেন। পরে অসুস্থবোধ করলে হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

শুভ’র পিতৃবিয়োগে শোক প্রকাশ করেছেন তার জাতীয় দলের সতীর্থ পেসার রুবেল হোসেন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে তিনি লেখেন, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার সোহরাওয়ার্দী শুভ তার বাবা আজ ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ কাছে দোয়া করি । আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়