Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:৪৬, ২৩ মে ২০২১
আপডেট: ২১:৪৮, ২৩ মে ২০২১

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর একটায় ম্যাচটি শুরু হবে। সরাসরি দেখা যাবে গাজী টিভি ও টি স্পোর্টসে। 

এর আগে রোববার সকালে হঠাৎ করে খবর আসে শ্রীলংকার দুজন ক্রিকেটার ও বোলিং কোচ করোনা পজিটিভ। ফলে খেলা মাঠে গড়ানো নিয়ে শঙ্কা দেখা দেয়। তবে পরে জানা যায় রিপোর্টটি ফলস পজেটিভ ছিল। তাই নিধারিত সময়েই মাঠে গড়াচ্ছে ম্যাচটি।

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অন্তর্গত হওয়ায় এই সিরিজের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। ফলে সিরিজের সব ম্যাচই জিততে চায় বাংলাদেশ।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়