Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৯, ২৩ মে ২০২১
আপডেট: ১৯:২০, ২৩ মে ২০২১

শুরুতেই লঙ্কান শিবিরে টাইগারদের হানা

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেট হারিয়ে ২৫৭ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ।

এর জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই লঙ্কান শিবিরে আঘাত হেনেছে টাইগাররা। নিজের করা দ্বিতীয় বলেই উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৯ ওভারে দুই উইকেট হারিয়ে ৪৪ রান।

শ্রীলংকার হয়ে রান তাড়া করতে ইনিংস উদ্বোধনে নামেন দানুশকা গুনাথিলাকা ও কুশল পেরেরা। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে দুজন। তাসকিনের করা ইনিংসের চতুর্থ ওভারে টানা তিন বলে চার হাঁকান গুনাথিলাকা।

তবে পরের ওভারেই বাংলাদেশকে কাঙ্ক্ষিত ব্রেক থ্রু এনে দেন মিরাজ। কট এন্ড বোল্ডের মাধ্যমে গুনাথিলাকাকে ফেরান তিনি। ১৯ বলে ২১ রান করেন এ লংকান ব্যাটসম্যান। 

ইনিংসের অষ্টম ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজ। তার করা দ্বিতীয় ডেলিভারি উড়িয়ে মারতে চেয়েছিলেন পাথুম নিশাংকা। তবে সোজা আফিফের ক্যাচে পরিণত হন তিনি। এর আগে করেন ৮ রান। 

এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। তার ৫২, মুশফিকুর রহিমের ৮৪ ও মাহমুদউল্লাহ রিয়াদের ৫৪ রানে ভর করে ছয় উইকেটে ২৫৭ রান সংগ্রহ করে টাইগাররা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়