Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:০২, ২৩ মে ২০২১
আপডেট: ০৯:৩০, ২৪ মে ২০২১

টাইগারদের কাছে ৩৩ রানে হারলো শ্রীলঙ্কা

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৩ রানে জয় পেয়েছে বাংলাদেশসব ফরম্যাট মিলে ১০ ম্যাচ পর জিতল বাংলাদেশ।

রোববার শেরে বাংলা স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগাররা। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৫৭ রান তুলে বাংলাদেশ। এর জবাবে ব্যাটিংয়ে নেমে ৪৮.১ ওভারে ২২৪ রানে থেমে গেছে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার হয়ে রান তাড়া করতে নামেন দানুশকা গুনাথিলাকা ও কুশল পেরেরা। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে দুজন। তাসকিনের করা ইনিংসের চতুর্থ ওভারে টানা তিন বলে চার হাঁকান গুনাথিলাকা।

তবে পরের ওভারেই বাংলাদেশকে কাঙ্ক্ষিত ব্রেক থ্রু এনে দেন মিরাজ। কট এন্ড বোল্ডের মাধ্যমে গুনাথিলাকাকে ফেরান তিনি। ১৯ বলে ২১ রান করেন এ লংকান ব্যাটসম্যান। 

ইনিংসের অষ্টম ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজ। তার করা দ্বিতীয় ডেলিভারি উড়িয়ে মারতে চেয়েছিলেন পাথুম নিশাংকা। তবে সোজা আফিফের ক্যাচে পরিণত হন তিনি। এর আগে করেন ৮ রান। 

এরপর কুশল মেন্ডিসকে সঙ্গে নিয়ে জুটি গড়ায় মনোযোগ দেন অধিনায়ক পেরেরা। দুজনের জুটি যখন ম্যাচের নিয়ন্ত্রণ নেয়ার অপেক্ষায়, তখনই আঘাত হানেন সাকিব। তার করা বলের ফ্লাইট বুঝতে না পেরে বল তুলে দেন মেন্ডিস। ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচ ধরেন মিরাজ। মেন্ডিস ফেরেন ২৪ রানে। 

মিরাজের হাত ধরে চতুর্থ সাফল্যের দেখা পায় বাংলাদেশ। তার করা ডেলিভারিটি কাট করতে চেয়েছিলেন কুশল পেরেরা। কিন্তু মিস করায় সোজা বোল্ড হয়ে যান তিনি। বোল্ড হওয়ার আগে ৩০ রান করেন লংকান অধিনায়ক।

নিজের করা পরবর্তী ওভারের প্রথম বলে আবারো আঘাত হানেন মিরাজ। তাকে সুইপ করতে গিয়ে ৯ রানে বোল্ড হন ধনঞ্জয় ডি সিলভা। ওয়ানডেতে এটি মিরাজের ৫০তম উইকেট। এরপর আসেন বান্দারাকেও বোল্ড করেন তিনি। 

এর আগে তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটিতে লড়াই করার মতো পুঁজি গড়ে বাংলাদেশ। টপ অর্ডারে লিটন দাস (০) ও সাকিব আল হাসান (১৫) ব্যর্থ হলেও অধিনায়ক তামিম দলকে ভালো ভিত এনে দেন। বাঁহাতি ওপেনার তৃতীয় উইকেট জুটিতে মুশফিকুর রহিমের সঙ্গে যোগ করেন ৫৬ রান।

তামিমকে ফিরিয়ে ধনঞ্জয়া ডি সিলভা সেই জুটি ভাঙেন। ৭০ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫২ রান করেন তামিম। পরের বলেই ফিরে যান মোহাম্মদ মিঠুন (০)। তাতে ৯৯ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ।

সেখান থেকে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে ১০৯ রানের জুটি গড়েন মুশফিকুর রহিম। মুশফিক ৮৭ বলে ৪ চার ও ১ ছক্কায় করেন ৮৪ রান। মাহমুদউল্লাহ ৭৬ বলে ২ চার ও ১ ছক্কায় ৫৪ ইনিংস খেলেন। পরে আফিফ হোসেনের অপরাজিত ২৭ ও সাইফউদ্দিনের অপরাজিত ১৩ রানে আড়াইশ পেরোয় বাংলাদেশ। লঙ্কানদের পক্ষে ধনঞ্জয়া ডি সিলভা সর্বাধিক ৩ উইকেট নেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়