Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৭, ২৫ মে ২০২১
আপডেট: ১৯:২৫, ২৫ মে ২০২১

ওয়ানডেতে বাঁহাতি পেসার শরিফুল ইসলামের অভিষেক

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে বাংলাদেশের ১৩৬তম খেলোয়াড় হিসেবে ওয়ানাডেতে অভিষেক হয়েছে বাঁহাতি পেসার শরিফুল ইসলামের।

প্রথমবারের মতো ওয়ানডে খেলার সুযোগ পাচ্ছেন এ বাঁহাতি পেসার। নিউজিল্যান্ড সফরে টি-২০ এবং শ্রীলঙ্কা সফরে টেস্টের পর এবার ঘরের মাঠে ওয়ানডে অভিষেক হলো পঞ্চগড়ের এই তরুণ পেসারের। তাকে সুযোগ দিতে জায়গা হারিয়েছেন তাসকিন আহমেদ।

এদিকে দুই বছর পর দলে সুযোগ পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি সর্বশেষ ২০১৯ সালের জুলাইয়ে ওয়ানডে খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষেই। এরপর আর ওয়ানডের সেরা একাদশে জায়গা হয়নি। নিউজিল্যান্ড সফরে দলে থাকলেও সুযোগ পেয়েছিলেন টি-২০তে। 

মিডলঅর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের জায়গায় নেয়া হয়েছে মোসাদ্দেককে। তিনি মিঠুনের জায়গায় অর্থাৎ পাঁচ নম্বরেই ব্যাটিং করবেন।

প্রথম ম্যাচে ৩৩ রানে জিতেছিল স্বাগতিকরা। তবে জয় পেলেও নিজেদের উইনিং কম্বিনেশনে পরিবর্তন এনেছে বাংলাদেশ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়