Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:৫৮, ২৫ মে ২০২১
আপডেট: ১০:৫৯, ২৬ মে ২০২১

প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো কোনো সিরিজ জিতল বাংলাদেশ। মঙ্গলবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ১০৩ রানে (ডি/এল) হারায় বাংলাদেশ। সুবাদে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত হয় স্বাগতিকদের।

প্রথম ওয়ানডেতে ৩৩ রানে জিতেছিল তামিম ইকবালের দল।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামে বাংলাদেশ ও শ্রীলংকা। স্বাগতিকদের দেয়া ২৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় দলটি।

শুরুতেই লঙ্কানদের ২৪ রানের উদ্বোধনী জুটি ভেঙে দেন অভিষিক্ত পেসার শরিফুল ইসলাম। অধিনায়ক কুশল পেরেরাকে ক্যাচ দিতে বাধ্য করেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবালের হাতে। ১৪ রান করে আউট হন পেরেরা। সে সঙ্গে অভিষেক ম্যাচে অভিষেক উইকেট নিয়ে নিলেন শরিফুল ইসলাম।

এরপর ২৯ রানের জুটি গড়েন দানুসকা গুনাথিলাকা এবং পাথুম নিশাঙ্কা। এ সময় মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত এক ডেলিভারিতে সাকিব আল হাসানের হাতে ক্যাচ দেন গুনাথিলাকা। ২৪ রান করে ফিরে যান তিনি।

দলীয় ৭১ রানের মাথায় সাকিব আল হাসানের বলে তামিম ইকবালের হাতে ক্যাচ দেন পাথুম নিশাঙ্কা। তিনি করেন ২০ রান।

দুই পেসার শরিফুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমানের সঙ্গে বল হাতে লঙ্কান ব্যাটসম্যানদের সামনে আক্রমণাত্মক হয়ে উঠেন স্পিনার সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ। ফলে স্কোরবোর্ডে ১১৪ রান যোগ করতেই ৭টি উইকেটের পতন ঘটেছ সফরকারী লঙ্কানদের।

এর আগে প্রথমে ব্যাট করে অল আউট হওয়ার আগে মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে ভর করে ২৪৬ রান করেছে বাংলাদেশ। 

উল্লেখ্য, আটবার দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হলেও কখনো জিততে পারেনি বাংলাদেশ। লংকানদের ডেরায় দুটি সিরিজ ড্র করলেও দেশের মাটিতে সেই স্মৃতিও নেই বাংলাদেশের।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়