Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:১৩, ২৭ মে ২০২১
আপডেট: ১৭:১৫, ২৭ মে ২০২১

শ্রীলঙ্কার সম্মান ঝুঁকিতে রয়েছে: সনাৎ জয়সুরিয়া

প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। অনেকটা খর্বশক্তির দল নিয়েই এ দেশে এসেছে শ্রীলঙ্কা। ফলে সিরিজ হার খুব অস্বাভাবিক কিছু না। তবে টাইগারদের কাছে সিরিজ হার মেনে নিতে পারছেন না লঙ্কান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সনাৎ জয়সুরিয়া।

কুমার সাঙ্গাকারা, তিলকরত্নে দিলশান, মাহেলা জয়াবর্ধনে, লাসিথ মালিঙ্গাদের অবসরের পর এখনো তাদের যোগ্য উত্তরসূরি খুঁজে পায়নি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এখনো দলের সঠিক কম্বিনেশন খুঁজে বেড়াচ্ছে তারা। তার ওপর বাংলাদেশ সফরে কুশল পেরেরার নেতৃত্বে অনভিজ্ঞ এক দল নিয়ে এসেছে লঙ্কানরা। 

সিরিজের প্রথম দুটি ম্যাচই বেশ সহজে জিতেছে বাংলাদেশ। এতে জিতে নিয়েছে সিরিজও। তবে বাংলাদেশের কাছে সিরিজ হার মানতে পারছেন না জয়সুরিয়া। সিরিজ হারের পর তিনি টুইট করেছেন, জাতির সম্মান ঝুঁকিতে রয়েছে। জাতির সম্মানের স্বার্থে হলেও টাইগারদের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে হবে। 

এ বিষয়ে জয়সুরিয়া টুইট করে লেখেন, একজন সাবেক খেলোয়াড় ও অধিনায়ক হওয়ার সুবাদে বাংলাদেশের কাছে প্রথম সিরিজ হার মেনে নেয়া আমার পক্ষে কঠিন। ছেলেরা, জাতির সম্মান ঝুঁকিতে রয়েছে। শেষ ম্যাচে লড়াই চালাও।

বাংলাদেশের কাছে জয়সুরিয়ার সিরিজ পরাজয় মেনে না নেয়ার পেছনে অবশ্য কারণও আছে। বাংলাদেশের বিপক্ষে মোট ৭টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। সবকটি ম্যাচেই অনেক সহজে জয় পেয়েছে লঙ্কানরা। তবে বর্তমানে ঘরের মাঠে বাংলাদেশ যে কতটা শক্তিশালী দল সেটা পরিসংখ্যান ঘাটলেই বোঝা যায়।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে আগামীকাল (শুক্রবার) মাঠে নামছে দুই দল। এর আগের দুটি ওয়ানডেতে শ্রীলঙ্কাকে যথাক্রমে ৩৩ ও ১০৩ (বৃষ্টির আইনে) রানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়