Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:০৫, ২৮ মে ২০২১
আপডেট: ১৪:০৯, ২৮ মে ২০২১

লঙ্কান শিবিরে তাসকিনের জোড়া আঘাত

হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে প্রথমে ব্যাটিংয়ে নেমে আক্রমণাত্মক শুরু করেছে লংকানরা। দুই ওপেনারের ঝড়ো ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছিল সফরকারীরা। কিন্তু তাদের অগ্রযাত্রা বেশিদূর যেতে পারে নি। তাদের থামাতে লঙ্কান শিবিরে জোড়া আঘাত হেনেছেন তাসকিন আহমেদ।

প্রথম দুই ম্যাচে উইকেটের দেখা না পাওয়া তাসকিন, আজ নিজের দ্বিতীয় ওভারেই তুলে নিলেন দুইটি উইকেট। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ৮৮ রান। উদ্বোধনী জুটিতে ওভারপ্রতি প্রায় ৮ রান করে তুলেছেন গুনাথিলাকা ও পেরেরা। দুজনই পৌঁছে যান ফিফটির দ্বারপ্রান্তে। কুশল পেরেরা ৩৫ বলে ৪০ রানে অপরাজিত থাকলেও, গুনাথিলাকা ৩৯ রানে সাজঘরে ফিরে গেছেন। রানের খাতা খুলতে পারেননি পাথুম নিসাঙ্কা।

প্রথম দুই ম্যাচে যথাক্রমে ২৪ ও ৩০ রানের উদ্বোধনী জুটি গড়েছিল লঙ্কানরা। এবার শেষ ম্যাচে গিয়ে তাদের উদ্বোধনী জুটি যোগ করে ফেলল ৮২ রান। ইনিংসের দ্বাদশ ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে এসে গুনাথিলাকাকে বোল্ড করেন তাসকিন। আক্রমণাত্মক শট খেলতে গিয়ে ইনসাইড এজে বোল্ড হন ৩৩ বলে ৩৯ রান করা গুনাথিলাকা।

একই ওভারের শেষ বলে কট বিহাইন্ড হয়েছেন লঙ্কান প্রতিভাবান তরুণ নিসাঙ্কা। চার বল খেলেও রান করতে পারেননি তিনি। অধিনায়ক পেরেরাকে সঙ্গ দিতে চার নম্বরে নেমেছেন সহ-অধিনায়ক কুশল মেন্ডিস।

এরই মধ্যে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। শেষ ম্যাচ জিতে শ্রীলংকাকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করাই টাইগারদের লক্ষ্য। এ ম্যাচে দলে এসেছে দুটি পরিবর্তন। ওপেনার লিটন দাসের জায়গায় ঢুকেছেন নাঈম শেখ। এছাড়া সাইফউদ্দিনের জায়গায় খেলবেন তাসকিন আহমেদ। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়