স্পোর্টস প্রতিবেদক
আপডেট: ২১:২৭, ২৮ মে ২০২১
লঙ্কানদের হোয়াইটওয়াশ করতে পারলো না টাইগাররা
মিরপুরে সিরিজে তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচ জিততে পারলেই সফররত শ্রীলঙ্কাকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করত স্বাগতিক বাংলাদেশ। কিন্তু সেটা আর সম্ভব হয়নি। কুশল পেরেরা বাহিনীর বিপক্ষে ৯৭ রানের বড় ব্যবধানে হারল রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। ফলে স্বস্তির জয় নিয়ে সিরিজ শেষ করল শ্রীলঙ্কা।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৬ রান তুলে সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে তামিম ইকবালদের ইনিংস থামে মাত্র ১৮৯ রানে।
তীরে গিয়ে ডুবলো তরী
সফরকারী শ্রীলংকাকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করতে ২৮৭ রানের লক্ষ্য পেয়েছিলো বাংলাদেশ। তবে রান তাড়া করতে নেমে সুবিধাজনক অবস্থায় থাকা হয়নি আর। চতুর্থ উইকেট হিসেবে বিদায় নিয়েছেন মুশফিকুর রহিম।
আগের দুই ম্যাচে ৮৪ আর ১২৫ রানের ইনিংসে দলকে জেতানো মুশফিক এবার সেট হয়ে আউট হলেন ২৮ রানে। বাংলাদেশের জয়ের আশা কার্যত শেষ তার আউটেই।
রমেশ মেন্ডিসকে রিভার্স সুইপের মতো বিলাসী শট খেলতে গিয়ে শর্ট থার্ড ম্যানে ক্যাচ হন মোসাদ্দেক। ৭২ বলে ৩ চার আর ১ ছক্কায় ৫১ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান।
শ্রীলঙ্কার বোলিং অ্যাকশন
দুশমন্ত চামিরা আজ বল হাতে আগুন ঝরিয়েছেন। তাতেই মূলত পুড়ছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। লঙ্কান এই ডানহাতি এই পেসারকে খেলতে গিয়ে রীতিমত নাভিশ্বাস উঠেছে স্বাগতিকদের। ২৮ রানেই তারা হারিয়ে বসে ৩ উইকেট।
৯ রানে ২ উইকেট হারানোর পর দলকে লড়াইয়ে ফেরাতে যথাসাধ্য চেষ্টা করছিলেন তামিম। তার সেই চেষ্টা থামে চামিরার অফস্ট্যাম্পের বাইরে দুর্দান্ত এক ডেলিভারিতে। অনেকটা ইয়র্কার লেহ্ন ধরনের ডেলিভারিতে তামিম ব্যাট পেতে দিয়েছিলেন, সেই ব্যাট মাটিতে আঘাত হানে। আবেদন করেন বোলার, আঙুল তুলে দেন আম্পায়ার।
তামিমের ধারণা ছিল, বলটি তার ব্যাটে কোনোমতেই লাগেনি। আওয়াজ হয়েছে মূলত ব্যাট মাটিতে হিট করায়। তাই রিভিউ নিয়ে নেন সঙ্গে সঙ্গে। কিন্তু রিভিউয়ে স্নিকোমিটার দেখায়, আলতো করে ব্যাটের গা ছুুঁয়ে গেছে বল। ফলে আম্পায়ারের আউটের সিদ্ধান্তই বহাল থাকে।
২৯ বলে ১৭ রানে থাকা তামিম ওই সিদ্ধান্ত তারপরও মানতে পারেননি। মাঠেই অসন্তোষ প্রকাশ করেন। পরে বের হয়ে যাওয়ার সময় চিৎকার করে কিছু বলতে ও মাথা নাড়তে দেখা যায় টাইগার অধিনায়ককে।
তামিমের আগে নাইম শেখ আর সাকিব আল হাসানকেও তুলে নিয়েছেন চামিরা। লিটন দাসের অব্যাহত বাজে ফর্মে ‘আলোচিত’ নাইম এই ম্যাচের একাদশে সুযোগ পেয়েছেন। কিন্তু ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো ব্যাট হাতে নিয়ে দিলেন চরম ব্যর্থতার পরিচয়। ২ বলে মাত্র ১ রান করে দুশমন্ত চামিরার বলে স্লিপে ক্যাচ হয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
লক্ষ্য ছিলো ২৮৭
টাইগারদের সিরিজ নিশ্চিত হয়েছে আগেই। হয়েছে ইতিহাসও। তবে সফরকারীদের হোয়াইটওয়াশের স্বাদ দেওয়ার জন্য বাংলাদেশকে করতে হবে ২৮৭ রান।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লংকান অধিনায়ক কুশল পেরেরা। নির্ধারিত ৫০ ওভার শেষে তাদের সংগ্রহ ছয় উইকেট হারিয়ে ২৮৬ রান।
শুরুতে কুশল পেরেরার তার সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন দানুশকা গুনাথিলাকা। ইনিংসের প্রথম বলেই চার হাঁকিয়ে যেন আক্রমণাত্মক শুরুর আভাস দেন তিনি।
এরপর শুরুর ধারা বজায় রেখে প্রায় প্রতি ওভারেই রান তুলেছেন পেরেরা ও গুনাথিলাকা। প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে তারা যোগ করেন ৭৭ রান। দুজনের ব্যাটে যখন ম্যাচের নিয়ন্ত্রণ নেয়ার অপেক্ষায় লংকানরা, তখনই আঘাত হেনে টাইগার শিবিরে স্বস্তি ফেরান তাসকিন। আরও বিস্তারিত...
ব্যর্থ সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শুধু নাইম নন, তিন নম্বরে ফেরার পর আরও একবার ব্যর্থতার পরিচয় দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আগের দুই ম্যাচে ১৫ আর শূন্যের পর আজ ৪ রানে সাজঘরের পথ ধরেছেন তিনি। সাকিবও আউট হয়েছেন চামিরার বলে, পুল খেলতে গিয়ে স্কয়ার লেগে হয়েছেন রমেশ মেন্ডিসের দুর্দান্ত ক্যাচ।
এর আগে তিনবার জীবন পেয়ে কুশল মেন্ডিস সেঞ্চুরি তুলে নেন। অধিনায়কের ১২০ রানের ইনিংসে ভরে করেই ৬ উইকেটে ২৮৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা।
উল্লেখ্য, বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট নেন পেসার তাসকিন আহমেদ। এছাড়া একটি উইকেট পেয়েছেন শরিফুল ইসলাম।
আইনিউজ/এসডি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























