Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২:৩০, ২৮ মে ২০২১
আপডেট: ২২:৩১, ২৮ মে ২০২১

সিরিজসেরা মুশফিকুর রহিম

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। লক্ষ্য ছিল শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের স্বাদ দেওয়া। কিন্তু শেষ ওয়ানডেতে ৯৭ রানের বড় ব্যবধানে হেরে গেছে তামিম ইকবালের দল।

পুরো সিরিজে দুর্দান্ত ব্যাটিং করার সঙ্গে উইকেটের পেছন সামলানো মুশফিকুর রহিম জিতেছেন সিরিজসেরার পুরস্কার।

সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন এই মুশফিক। প্রথম ম্যাচে দলের বিপদের মুহূর্তে ৮৪ আর পরের ম্যাচে ১২৫ রান করেন। শেষটায় ২৮ রান করে আউট হয়ে যান।

তিন ম্যাচে সবমিলিয়ে মুশফিক করেছেন ২৩৭ রান। গড় ৭৯। রান সংগ্রহে এই সিরিজে দ্বিতীয় স্থানে থাকা কুশল পেরেরা তার থেকে অনেক পেছনে। ৩ ম্যাচে তিনি করেছেন ১৬৪ রান।

সেরার ট্রফি হাতে নিয়ে মুশফিক  বলেন, ‘১৫ বছরের বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর আপনাকে দেশের জন্য যত বেশি সম্ভব অবদান রাখতে হবে। আমি সেটাই প্রতি ম্যাচে চেষ্টা করছি।’

মুশফিক যোগ করেন, ‘শ্রীলঙ্কা সহজ প্রতিপক্ষ নয়। তারা কখনও হাল ছাড়ে না, লড়াই করে। আমি এটা পছন্দ করি (চাপ নিতে)। যখনই চাপ কিংবা প্রত্যাশার কথা আসে, আমি শান্ত থাকতে চেষ্টা করি। আমি জানি যে প্রতিপক্ষও আমাকে সম্ভবত বড় খেলোয়াড় ভাবে, এটা আমাকে প্রেরণা দেয়।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়