স্পোর্টস প্রতিবেদক
আপডেট: ১১:৪৭, ২৯ মে ২০২১
ফের জুভেন্টাসের কোচ আলেগ্রি
জুভেন্টাসের দায়িত্ব পেয়ে ভালো কিছু করতে ব্যর্থ হওয়ার কারণে কোচ আন্দ্রে পিরলোকে বরখাস্ত করার পর আবারো ম্যাসিমিলিয়ানো আলেগ্রিকে হেড কোচ বানাল ক্লাব কর্তৃপক্ষ। জুভেন্টাস প্রেসিডেন্ট এক বিবৃতির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত জুভেন্টাসের কোচ ছিলেন অ্যালেগ্রি। তার অধীনে টানা পাঁচ বছর ইতালিয়ান সিরি 'আ' ও চারটি ইতালিয়ান সুপার কাপ শিরোপা জিতেছিল ক্লাবটি। এছাড়াও দুইবার রানার্সআপ হয়েছিল ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়নস লিগে।
জুভেন্টাসের দায়িত্ব ছাড়ার পর অন্য কোনো ক্লাবের দায়িত্ব নেননি অ্যালেগ্রি। ফলে দুই মৌসুমে সারি ও পিরলোর হাত ঘুরে ফের অ্যালেগ্রির কাছেই এলো জুভদের দায়িত্ব। নতুন মৌসুমের শুরু থেকেই পুরোনো ক্লাবের ডাগআউটে ফিরবেন তিনি।
এদিকে ধন্যবাদ জানিয়েই পিরলোকে বিদায় জানিয়েছে জুভেন্টাস। তারা লিখেছে, ‘যে সাহস, নিষ্ঠা ও আবেগ প্রতিদিন পিরলো দেখিয়েছেন, তার জন্য ‘মায়েস্ত্রো’, কোচ ও আন্দ্রেয়াকে হৃদয় থেকে ধন্যবাদ এবং শুভকামনা ভবিষ্যতের জন্য। আশা করি, তার আগামীর পথচলা দারুণ হবে।’
আলেগ্রি ফেরাতে জুভেন্টাস–সমর্থকেরা আবার আশায় বুক বাঁধতেই পারেন। পিরলোর অধীনে এই মৌসুমের শেষ দিকে এসে ইতালিয়ান কাপ জিতেছে জুভ, লিগের সেরা চারে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত করেছে লিগের শেষ দিনে এসে, কিন্তু ১০ বছরের মধ্যে এবারই প্রথম লিগ হাতছাড়া হলো জুভেন্টাসের। সেটাও দলে যেখানে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো এক মহাতারকা আছেন, এমন সময়ে!
সে ক্ষেত্রে আলেগ্রির আগমনে জুভেন্টাসের আশার কারণ এই যে প্রথম দফায় জুভেন্টাসে পাঁচটি লিগ ও চারটি ইতালিয়ান কাপ জেতার পাশাপাশি ২০১৫ ও ২০১৭ সালে জুভেন্টাসকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও তুলেছিলেন আলেগ্রি।
আইনিউজ/এসডি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























