Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:০৬, ২৯ মে ২০২১
আপডেট: ০০:২৫, ৩০ মে ২০২১

মোহামেডানের অধিনায়ক সাকিব

আগেই জানা গিয়েছিল এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের হয়ে খেলবেন সাকিব আল হাসান। এবার খবর এলো- দলটির অধিনায়কও হয়েছেন তিনি।

শুক্রবার এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে মোহামেডান কর্তৃপক্ষ।

আজ শনিবার রাজধানীর এক হোটেলে অনাড়ম্বর অনুষ্ঠানে এবারের লিগে মোহামেডানের জার্সি উন্মোচন করা হবে। সেই সঙ্গে সাকিবের অধিনায়কতত্বের বিষয়টিও ঘোষণা দেওয়া হবে।

এবারের ডিপিএলে শক্তিশালী দল তৈরি করেছেন মোহামেডান। নিজেদের গৌরব ও ঐতিহ্য ফিরে পেতে আত্মপ্রত্যয়ী তারা।

দলটিতে সাকিব ছাড়াও রয়েছেন জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি ও অলরাউন্ডার শুভগত হোম এবং ব্যাটসম্যান শামসুর রহমান শুভ।  আর মোহামেডানের পরিচিত মুখ নাদিফ চৌধুরী, ইরফান শুক্কুর, মাহমুদুল হাসান লিমন এবং আব্দুল মজিদরা তো আছেনই ।

দলটির ভারপ্রাপ্ত কোচ হয়েছেন জাতীয় দলের সাবেক তারকা মেহরাব হোসেন অপি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়