Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:০৯, ৩১ মে ২০২১
আপডেট: ১৭:২৫, ৩১ মে ২০২১

বাড়ি ফিরলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা

করোনাভাইরাসের কারণে ৪ মে স্থগিত হয়ে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসর। এর প্রায় একমাস পর বাড়িতে ফিরেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা।

সিডনিতে রোববার তাদের কোয়ারেন্টাইন শেষ হয়েছে। এরপরই পরিবারের সঙ্গে মিলিত হন প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নাররা।

আইপিএল স্থগিত হওয়ার পর গোটা অস্ট্রেলীয় শিবির মালদ্বীপে চলে যায়। সেখানে কিছুদিন কোয়ারেন্টাইনে থাকার পর দু’সপ্তাহ আগে সিডনিতে আসেন তারা। এরপর সেখানেও কোয়ারেন্টাইন শেষে পরিবারের কাছে ফিরতে পারলেন অজি ক্রিকেটাররা।

দিনের সেরা ছবি দেখা গেছে কামিন্সের ক্ষেত্রে। হোটেল থেকে বেরিয়েই গর্ভবতী বান্ধবী বেকি বোস্টনকে জড়িয়ে ধরেন তিনি। এছাড়া স্মিথ, ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েলকেও নিজের পরিবারের সদস্যদের জড়িয়ে ধরতে দেখা যায়। এপ্রিলের শুরুতে পরিবার ছেড়ে ভারতে পাড়ি দেয়ার পর অবশেষে ঘরে ফিরলেন তারা।

ঘরে ফেরার আনন্দ লুকাননি চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার জেসন বেহরেনডর্ফ। তিনি বলেন, বাড়ি ফিরতে পারব এই খবরটা আমাদের কাছে যথেষ্ট স্বস্তিদায়ক। অনেকদিন বাড়ির বাইরে কাটাতে হয়েছে। বাড়ি ফিরতে আর তর সইছে না।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়