স্পোর্টস ডেস্ক
আপডেট: ১৬:৫২, ১ জুন ২০২১
আফগানিস্তানের নতুন অধিনায়ক শাহিদী
দলের নেতৃত্বে পরিবর্তন আনল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আসগর আফগানের জায়গায় হাশমতউল্লাহ শাহিদীকে দলের নেতৃত্বভার দিয়েছে সংস্থাটি।
দীর্ঘদিন দলকে নেতৃত্ব দেয়ার পরও ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের আগে আগে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হয় আসগর আফগানকে। তার পরিবর্তে তরুণ ক্রিকেটার গুলবাদিন নাইবকে নেতৃত্ব দেয়া হয়।
ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি দলটির তারকা ক্রিকেটার মোহাম্মদ নবি ও রশিদ খান সহ অনেকেই। আসগর আফগানকে বিশ্বকাপের আগে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়ার সময়ে তারা ভারতে আইপিএল খেলায় ব্যস্ত ছিলেন। সেখান থেকেই বোর্ডের এ সিদ্ধান্তে প্রতিবাদ জানান নবী ও রশিদ খান।
বিশ্বকাপের ঠিক আগে হঠাৎ করে নেতৃত্ব পরিবর্তন করার ফল ভালো হয়নি। টুর্নামেন্টটিতে বাজে পারফরম্যান্সের কারণে প্রতিযোগিতার পরপরই নাইবকে নেতৃত্ব থেকে সরিয়ে ফের আসগর আফগানকে অধিনায়ক করা হয়।
এখন আবারো আসগর আফগানকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়ে দলটির ব্যাটসম্যান হাশমতউল্লাহ শাহিদীকে ওয়ানডে ও টেস্ট দলের অধিনায়ক করা হয়েছে। এই দুই ফরম্যাটে তার সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন রহমত শাহ।
টি-২০র জন্য অবশ্য এখনো কোনো অধিনায়ক নির্ধারণ করা হয়নি। তবে দ্রুততম সময়ের মধ্যে নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে আফগান ক্রিকেট বোর্ড। টি-২০তে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন রশিদ খান।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























