Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:০৫, ৪ জুন ২০২১
আপডেট: ১৯:৪১, ৪ জুন ২০২১

অধিনায়ক হতে চান না রশিদ খান

আফগানিস্তান দলের অধিনায়ক হতে চান না রশিদ খান। তিনি বলেছেন, আমি পরিস্কার করে বলতে চাই, আমি খেলোয়াড় হিসেবেই ঠিক আছি। আমি সহ-অধিনায়ক হিসেবে যেকোনো প্রয়োজনে অধিনায়কের সহযোগিতা করতে পারি। তবে সবচেয়ে ভালো হয় এই দায়িত্ব থেকে আমি দূরে থাকলে।

কিছুদিন আগেই আফগানিস্তানের ওয়ানডে ও টেস্ট দলের অধিনায়ক হিসেবে হাসমতউল্লাহ শহীদির নাম ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড (এসিবি)। কিন্তু টি-২০ অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি।

ধারণা করা হচ্ছিল, আগের অধিনায়ক রশিদ খানের কাঁধেই বর্তাবে এই দায়িত্ব। কিন্তু আফগান অলরাউন্ডার সাফ জানিয়ে দিলেন, জাতীয় দলের নেতৃত্ব দিতে চান না তিনি।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’কে ২২ বছর বয়সী লেগ স্পিনার আরো বলেন, আমি খেলোয়াড় হিসেবে দলের কাজে লাগতে চাই। অধিনায়কত্ব করলে যে বাড়তি চাপ থাকে তা আমার পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে। তাছাড়া, এটা সময়সাপেক্ষ ব্যাপার। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আসন্ন বিশ্বকাপ এবং নেতৃত্ব দেয়া এখন আমার জন্য বাড়তি চাপ হয়ে যাবে। ফলে আমি খেলোয়াড় হিসেবেই ঠিক আছি এবং বোর্ড ও নির্বাচকরা যেভাবে চাইবেন আমি তাতেই খুশি থাকবো। 

তিন ফরম্যাটের ভিন্ন ভিন্ন অধিনায়ক বেছে নেয়ার পথে হেঁটে খুব একটা সুবিধা করতে পারেনি এসিবি। 

২০১৯ ওয়ানডে বিশ্বকাপের দুই মাস আগে তিন ফরম্যাটের অধিনায়ক আসগর আফগানকে সরিয়ে দিয়ে নেতৃত্ব ভাগ করে দেয়া হয় রহমত শাহ (টেস্ট), গুলবদিন নাইব (ওয়ানডে) এবং রশিদ খানের (টি-২০) মধ্যে।

গত ওয়ানডে বিশ্বকাপে কোনো ম্যাচ জিততে না পারায় নাইবকে সরিয়ে আফগানিস্তানের তিন ফরম্যাটের অধিনায়ক করা হয় রশিদ খানকে। কিন্তু ওই বছরের ডিসেম্বরে ফের আসগর আফগানকে তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনা হয়।  

এর ঠিক ১৫ মাস পর আসগরের কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নেয়া হয়। পরে হাসমতউল্লাহকে বানানো হয় ওয়ানডে ও টেস্ট দলের অধিনায়ক। কিন্তু আসন্ন টি-২০ বিশ্বকাপে আফগানদের নেতৃত্ব কে দেবেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। যাকে এই দায়িত্বে ভাবা হচ্ছে সেই রশিদ নিজে ‘না’ বলে দেওয়ার পর জটিলতা আরো বাড়লো।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়