Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৮, ৪ জুন ২০২১
আপডেট: ১৫:০১, ৫ জুন ২০২১

কলকাতাবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দেবেন সৌরভ

সৌরভ গাঙ্গুলী

সৌরভ গাঙ্গুলী

কলকাতাবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দেয়ার উদ্যোগ নিয়েছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী।

জানা গেছে, বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালের চুক্তি হয়েছে বিসিসিআইয়ের ( ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড) সভাপতি সৌরভের। আগামী ১৩ জুন রোববার থেকে করোনার এ টিকা দেওয়া হবে।

এ বিষয়ে সৌরভ গাঙ্গুলী জানান, গত মার্চ-এপ্রিল থেকেই তিনি এ উদ্যোগ নেওয়ার কথা ভাবছিলেন। অবশেষে তা বাস্তবায়িত হওয়ার মুখে। 

করোনার টিকা নিতে গিয়ে যাতে বিশৃঙ্খলা না হয়, সেজন্য আগে থেকে দেড়শ' জনকে বাছাই করে ফর্ম পূরণ করা হবে। যাতে টিকাকরণের দিন অতিরিক্ত ভিড় না হয়। সৌরভের অফিসের প্রতিনিধিরা ঘুরে ঘুরে সেই ফর্ম বিলি করে টিকাকরণের ব্যবস্থা করবেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়