স্পোর্টস প্রতিবেদক
আপডেট: ২৩:১৫, ৬ জুন ২০২১
ওপেনিংয়ে অভিষেক, আর তাতেই বিশ্বরেকর্ড কনওয়ের
টেস্ট ক্রিকেটে শুরুটা কী দুর্দান্তভাবেই না করেছেন নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে! লডর্স টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি আর দ্বিতীয় ইনিংসে ২৩ রান করে বিশ্ব রেকর্ডের মালিক হয়েছেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার।
ওপেনার হিসেবে অভিষেক ম্যাচে দুই ইনিংস মিলে ২২৩ রান সংগ্রহ করেন কনওয়ে।
এখন থেকে ঠিক ৩৯ বছর আগে ১৯৮২ সালে অস্ট্রেলিয়ার ওপেনার কেপলার ওয়েসেলস প্রথম ইনিংসে ১৬২ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৪৬ মিলে ২০৮ রান করেছিলেন। তবে অভিষেক ম্যাচে যে কোনো পজিশনে রেকর্ড সর্বোচ্চ ৩১৪ রান করেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ললেন্স রো। তিনি ১৯৭২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে কিংসটনে প্রথম ইনিংসে ডাবল (২১৪) আর দ্বিতীয় ইনিংসে (১০০*) সেঞ্চুরি করেন।
অভিষেক টেস্ট সব ব্যাটসম্যান মিলিয়ে সর্বোচ্চ রান করার তালিকায় কনওয়ের অবস্থান পঞ্চমে। এ তালিকার শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের ললেন্স রো। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৮৭ রান করা ইংল্যান্ডের ব্যাটসম্যান টিপ ফস্টার আছেন এ তালিকার দ্বিতীয় স্থানে।
এ তালিকায় তৃতীয় স্থানে আছেন ইয়াসির হামিদ। ২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে পাকিস্তানের ব্যাটসম্যান ২৭৫ রান (১৭০ ও ১০৫) করেন। ২৫০ রান নিয়ে চতুর্থ স্থানে থাকা কাইল মেয়ার্সের কীর্তিটিও বাংলাদেশের বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান এই কীর্তি গড়েছেন এ বছরের ফেব্রুয়ারিতে চট্টগ্রামে।
আইনিউজ/এসডি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























