স্পোর্টস ডেস্ক
আপডেট: ১৭:৩৩, ৮ জুন ২০২১
১৯ সেপ্টেম্বর থেকে শুরু আইপিলের বাকি অংশ!
করোনাভাইরাসের প্রকোপের কারণে মাঝপথেই বন্ধ হয়ে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসর।টুর্নামেন্টের বাকি অংশ আয়োজনের জন্য ব্যস্ত হয়ে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এদিকে জানা গেছে, স্থগিত থাকা অংশ আয়োজনের সময় চূড়ান্ত করেছে তারা।
আগামী সেপ্টেম্বর-অক্টোবরেই সংযুক্ত আরব আমিরাতে স্থগিত হওয়া আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজনে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বিসিসিআই। সবকিছু ঠিক থাকলে করোনার কারণে স্থগিত হওয়া আইপিএল আগামী ১৯ সেপ্টেম্বর পুনরায় শুরু হচ্ছে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর।
সংবাদ সংস্থা এএনআইকে ভারতের এক বোর্ড কর্মকর্তা এমনটাই জানিয়েছেন। বিসিসিআই ও এমিরেটস ক্রিকেট বোর্ডের মাঝে দুবাই, শারজাহ এবং আবুধাবিতে ম্যাচগুলো আয়োজন করা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানা গেছে।
এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে বিসিসিআইয়ের বৈঠক নিয়ে অবগত সংশ্লিষ্ট বোর্ড কর্মকর্তা বলেছেন, বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে। আমিরাত ক্রিকেট বোর্ড বিশেষ সাধারণ সভার আগেই আমাদের মৌখিকভাবে সম্মতি জানিয়েছে।
তিনি আরো বলেন, আইপিএল পুনরায় শুরু হলে প্রথম ম্যাচ খেলা হবে ১৯ সেপ্টেম্বর। আসরের ফাইনাল ম্যাচ আয়োজিত হবে ১৫ অক্টোবর। বিসিসিআই আইপিএল শেষ করার জন্য ২৫ দিনের উইন্ডোর দিকেই তাকিয়ে ছিল।
আইপিএলে বিদেশি ক্রিকেটারদের পাওয়া যাবে কি না জানতে চাইলে সেই বোর্ড কর্তা বলেন, এ ব্যাপারে আলোচনা চলছে। আমরা ধরে নিচ্ছি যে, বেশিরভাগ বিদেশি ক্রিকেটারকেই পাব। যদি কয়েকজন আসতে না পারে, আমরা সেই অনুয়ায়ী বন্দোবস্ত করব।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























