Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:৪২, ১০ জুন ২০২১
আপডেট: ১৪:১৪, ১০ জুন ২০২১

কোপা আমেরিকার জন্য ব্রাজিলের দল ঘোষণা

আসন্ন কোপা আমেরিকায় ব্রাজিলের খেলোয়াড়দের অংশগ্রহণের শঙ্কা কেটে গেছে। সব গুঞ্জন থামিয়ে এই প্রতিযোগিতার দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। নিয়মিত খেলোয়াড়দের সবাইকে নিয়েই স্কোয়াড সাজিয়েছেন তিনি। 

বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের দলে মাত্র একটি পরিবর্তন এসেছে। ফিরেছেন চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ী ডিফেন্ডার থিয়াগো সিলভা। দানি আলভেসের জায়গায় ডাক পেয়েছেন বার্সেলোনার এমারসন।

বিশ্বকাপ বাছাইয়ে ছয় ম্যাচের সবগুলো জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে ব্রাজিল। ফলে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার লড়াইয়ে বেশ আত্মবিশ্বাসী থাকবে তারা।

বাংলাদেশ সময় আগামী সোমবার ভোর তিনটায় গারিঞ্চা স্টেডিয়ামে ভেনেজুয়েলার মুখোমুখি হবে স্বাগতিকরা। ‘বি’ গ্রুপে ব্রাজিলের অন্য প্রতিপক্ষরা হল কলম্বিয়া, ইকুয়েডর ও পেরু।

কোপা আমেরিকায় ব্রাজিল দল

গোলরক্ষক: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভারটন (পালমেইরাস)। 

ডিফেন্ডার: এমারসন (বার্সেলোনা), দানিলো, অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), রেনান লোদি, ফেলিপে (আতলেতিকো মাদ্রিদ), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মার্কুইনহোস (পিএসজি), থিয়াগো সিলভা (চেলসি)। 

মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ডগলাস লুইজ (অ্যাস্টন ভিলা), এভারটন রিবেইরো (ফ্ল্যামেঙ্গো), ফাবিনহো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার সিটি), লুকাস পাকেতা (লিওঁ)।

ফরোয়ার্ড: এভারটন (বেনফিকা), রবার্তো ফিরমিনো (লিভারপুল), গ্যাব্রিয়েল বারবোসা (ফ্লামেঙ্গো), গ্যাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), নেইমার (পিএসজি), রিচার্লিসন (এভারটন) ও ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়