Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫০, ১১ জুন ২০২১
আপডেট: ২৩:১৪, ১১ জুন ২০২১

শাস্তি পাচ্ছেন সাকিব?

আম্পায়ারের উপর ক্ষিপ্ত সাকিব।

আম্পায়ারের উপর ক্ষিপ্ত সাকিব।

অসৌজন্যমূলক আচরণের জন্য এখনও শাস্তি হয়নি সাকিব আল হাসানের। অপেক্ষা এখন কেবল ম্যাচ রেফারির রিপোর্টের জন্য। রিপোর্ট হাতে পেলেই তার শাস্তির বিষয়টি পরিষ্কার হবে। এমনটি জানিয়েছে সিসিডিএম। 

আবাহনীর তখন ৩ উইকেটে ২১ রান। পঞ্চম ওভারে বল হাতে তুলে নেন সাকিব আল হাসান। ওভারের পঞ্চম বলটিই আঘাত হানে আবাহনী অধিনায়ক মুশফিকুর রহিমের প্যাডে। সাকিব এলবিডব্লিউয়ের আবেদন করেন, আম্পায়ার নিজের সিদ্ধান্তে অনড়। জানিয়ে দেন সেটা নট আউট।

আম্পায়ারের এমন সিদ্ধান্তে রেগে যান মোহামেডান অধিনায়ক। এরপরই বিতর্কিত এক কাণ্ড ঘটিয়ে বসেন সাকিব আল হাসান। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট সাকিব রাগে ক্ষোভে উইকেটে লাথি মেরে ননস্ট্রাইকের উইকেট ভেঙে ফেলেন। এ বিষয়ে আরও বিস্তারিত...

স্ট্যাম্পে লাথি মারছেন সাকিব।

স্টাম্প ভেঙে ড্রেসিংরুমে ফেরার সময় ফের ক্ষিপ্ত হন সাকিব। বিসিবি পরিচালক খালেদ মাসুদ সুজন রেগে তেড়ে যান সাকিবের দিকে। সাকিবও তার সঙ্গে তর্কে জুড়ে দেন। মাঠের উপস্থিত ক্রিকেটার ও স্টাফরা মিলে দুজনকে শান্ত করেন। সুজনের সাথে সাকিবের এই তর্কাতর্কির বিষয়ে আরও বিস্তারিত...

পরে অবশ্য সুজনের কাছে ক্ষমা চেয়েছেন সাকিব। খবরটি নিশ্চিত করেছেন আবাহনীর ম্যানেজার মাসুদ ইকবাল মামুন। 

বিসিবি পরিচালক খালেদ মাসুদ সুজন রেগে তেড়ে যান সাকিবের দিকে...

আবাহনীর ইনিংসের ষষ্ঠ ওভারে বৃষ্টি শুরু হয়। আম্পায়ার চাইলেই ওভার শেষ করতে পারতেন। তবে ১ বল বাকি থাকতেই উইকেট ঢেকে ফেলার সিদ্ধান্ত জানান।

তখন আরও ক্ষিপ্ত হয়ে যান সাকিব। এগিয়ে এসে ৩টি স্টাম্প উপড়ে মাটিতে আছড়ে মারেন তিনি। 

ওভারের শেষ বলে মুশফিকের বিপক্ষে লেগ বিফোরের আবেদন করেন সাকিব। আম্পায়ার ইমরান পারভেজ আবেদন নাকচ করে দেওয়ায় মূলত ক্ষিপ্ত হন সাকিব।

পরে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করে ক্ষমা চেয়েছেন সাকিব। তবে সাকিবের ক্ষমা চাওয়া এতোটুকুও কি কমাবে তার শাস্তির পরিমাণ? এমন প্রশ্নেই ভরে আছে সোশ্যাল মিডিয়া। 

খেলা শেষে নিজের ফেসবুক পেজে ক্ষমা চেয়ে সাকিব লিখেছেন, প্রিয় অনুসারীরা আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। আমি আমার মেজাজ ধরে রাখতে পারিনি। ম্যাচটি যারা দেখেছেন, বিশেষ করে যারা বাড়ি থেকে ম্যাচটি দেখেছেন তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমার মতো অভিজ্ঞ খেলোয়াড়ের উচিত হয়নি এভাবে প্রতিক্রিয়া জানানো। বিস্তারিত...

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়