Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:০৫, ১৩ জুন ২০২১
আপডেট: ১৯:৩২, ১৩ জুন ২০২১

লজ্জার চরম জায়গায় পৌঁছে গেছি আমরা: পাপন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শুক্রবার আবাহনী-মোহামেডান ম্যাচে বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছেন সাকিব আল হাসান। দুইবার স্ট্যাম্প ভাঙার অপরাধে শাস্তি হিসেবে তিনটি লিগ ম্যাচ থেকে নিষিদ্ধ হয়েছেন তিনি। সঙ্গে গুনতে হবে ৫ লাখ টাকা আর্থিক জরিমানা।

শুক্রবারের ম্যাচে মূলত আবাহনীর অধিনায়ক মুশফিকুর রহিমের এলবিডব্লিউয়ের আবেদনে আম্পায়ার সাড়া না দেওয়ায় মুহূর্তেই ক্ষেপে যান সাকিব। 

সাকিবের এমন কাণ্ডে যারপরনাই হতাশ ও বিব্রত বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। শনিবার একটি বেসরকারি টেলিভিশনকে মোবাইল ফোনে নাজমুল হাসান সেই ঘটনার প্রতিক্রিয়া জানান।

পাপন বলেন, সাকিবকাণ্ডে দেশের বাইরে থেকে অনেক ফোন পাচ্ছেন। কিন্তু কী জবাব দেবেন তা ভেবে পাচ্ছেন না। 

নাজমুল হাসান বলেন, 'আন্তর্জাতিকভাবে এ ঘটনা এত দেশে ছড়িয়ে গেছে যে, আমাকে ক্রিকেট খেলুড়ে সব দেশ থেকে ফোন করছে। আমি ফোন ধরছি না। এগুলোর সমাধান না হলে ঘরোয়া লিগ খেলার কারণ দেখি না আমি। লজ্জার চরম জায়গায় পৌঁছে গেছি আমরা। ঘরোয়া লিগে আগেও কিছু ঘটনা ঘটেছে। কিন্তু এবার একদম চরম বেইজ্জতি।'

এদিকে মাঠে আম্পায়ারের সঙ্গে সাকিবের দুর্ব্যবহারের ঘটনায় ঘরোয়া লিগে ব্যাপক দুর্নীতি ও স্বজনপ্রীতির বিষয়টি এখন আলোচনার তুঙ্গে। অনেকেই সাকিবের পক্ষ নিয়ে ঘরোয়া লিগে আম্পায়ারদের স্বজনপ্রীতির অভিযোগ তুলছেন।

উইকেটে লাথি মারাকে সাকিবের দুর্নীতির প্রতিবাদ হিসেবেও দেখছেন অনেকে। 

এ বিষয়ে বিসিবি সভাপতি বলেন, 'বাংলাদেশের বাইরের কেউ তো এসব সমর্থন করছে না, যা সমর্থন সব আমাদের দেশেই।'

পক্ষপাতদুষ্ট আম্পায়ারিং নিয়ে চলে আসা অভিযোগ প্রসঙ্গে বিসিবি বস বলেন, 'ঘরোয়া ক্রিকেট যদি এতটা দুর্নীতিতে ডুবে থাকে, তা হলে খেলার দরকার কি? যতক্ষণ পর্যন্ত মীমাংসা না হয়, ততক্ষণ পর্যন্ত খেলার তো দরকার নেই।'

তবে ঘরোয়া লিগে যে কোনো দুর্নীতিই হয় না, এমন দাবিও করছেন না পাপন।

তিনি বলেন, 'আম্পায়ারিং নিয়ে এর আগে অভিযোগ ছিল। ক্যামেরা লাগানোর পর তো এসব অভিযোগ বন্ধ হয়েছে। এর পর একবারও শুনিনি। তবে আবার যেহেতু আম্পায়ারিং নিয়ে কথা উঠেছে আমি জানতে চাই ক্লাবগুলো থেকেই তাদের কোনো অভিযোগ আছে কিনা। কিন্তু আম্পায়ারিং নিয়ে কোনো ক্লাবই অভিযোগ করেনি এখন পর্যন্ত।'

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়