Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২:১৪, ১৫ জুন ২০২১
আপডেট: ২২:২৬, ১৫ জুন ২০২১

কেন্দ্রীয় চুক্তিতে ফিরছেন সাকিব

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছর পেশাদার ক্রিকেটে ফেরেন সাকিব আল হাসান। নিষিদ্ধ হওয়ার পরই বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

এখন নিষেধাজ্ঞা থেকে পেশাদার ক্রিকেটে ফেরায় সাকিবকে ফের কেন্দ্রীয় চুক্তিতে রাখতে যাচ্ছে দেশের ক্রিকেট বোর্ড।

তবে কোন কোন ফরম্যাটের চুক্তিতে থাকছেন সাকিব, সেটা জানাননি বিসিবি সভাপতি। তিনি প্রথমে জানিয়েছেন, ‘জাতীয় চুক্তি (ক্রিকেটারদের) অনুমতি পেয়েছে। কিন্তু ক্রিকেট অপারেশন কিছু খেলোয়াড়ের ব্যাপারে ব্যাখ্যা চেয়েছে। কেন তাদের অন্তর্ভুক্ত করা হল কিংবা কেন তাদের বাদ দেয়া হল। এই বোর্ড অনুমতি দিয়ে দিয়েছে, এখন বাকি যুক্ত বা বিযুক্তের ব্যাখ্যা দেখবে ক্রিকেট অপারেশন্স।’

সাকিবের বিষয়ে পাপন বলেন, ‘সাকিবের ব্যাপারটা এখনও ফাইনাল হয়নি (কোন কোন ফরম্যাটের চুক্তিতে রাখা হবে)। তাদের সঙ্গে কথা বলা হয়নি, কে কোন ক্রিকেটে আগ্রহী। আমাদের ফরম্যাটও করা হয়েছে; কিন্তু তাদের কাছ থেকে তো জানতে হবে। কেউ যদি টেস্টে খেলতে না চায়, তাহলে তো জানতে হবে। তাই তাদের সঙ্গে আগে কথা বলে দেখতে হবে যা এখনও আমরা পারিনি।’

শুধু সাকিব আল হাসানই নন, বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ফিরছেন দেশের অন্যতম সেরা দ্রুত গতির পেসার তাসকিন আহমেদ। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়