Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৮, ১৭ জুন ২০২১
আপডেট: ১৬:৪১, ১৭ জুন ২০২১

সুপার লীগে সাকিবকে পাবে মোহামেডান?

আলোচনা-সমালোচনার নায়ক সাকিবকে নিয়ে এখন শঙ্কায় ছিলো মোহামেডান। সুপার লীগে কি দলে থাকবেন এই বিশ্বসেরা অলরাউন্ডার? ঢাকা সুপার লীগে খেলার জন্য সাকিব এড়িয়ে গেছেন পাকিস্তান সুপার লিগে খেলার সুযোগ, নিজেদের ভাগ্য ফেরাতে টুর্নামেন্টের সর্বোচ্চ পারিশ্রমিক ৭০ লাখ টাকায় সাকিব আল হাসানকে দলে নেয় মোহামেডান স্পোর্টিং ক্লাব।

এবার এই সুপার লীগেই হয়তো খেলবেন না সাকিব। হতাশ হতে হবে মোহামেডান ক্লাবকে। 

জানা গেছে, রাউন্ড-রবিন লীগ পর্ব খেলেই পরিবারের সান্নিধ্যে সময় কাটাতে নাকি আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছেন দেশ সেরা এই অলরাউন্ডার!

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, সাকিবের সঙ্গে শুধুমাত্র লীগ পর্ব পর্যন্তই মোহামেডান চুক্তি করেছিল। সেই মোতাবেক বৃহস্পতিবার গাজী ক্রিকেটর বিপক্ষে ম্যাচটিই তার শেষ। কেননা এই ম্যাচের মধ্য দিয়েই রাউন্ড রবিন লীগ পর্বের খেলা শেষ করতে যাচ্ছে সাদা-কালো শিবির।

আর এই ম্যাচের পরেই সাকিব চলে যাবেন পরিবারের কাছে। সুপার লীগে পাওয়া যাবে না তাকে। আমেরিকায় সময় কাটাবেন তিনি। আর সেখান থেকেই পরবর্তী সিরিজ খেলতে জিম্বাবুয়েতে পাড়ি জমাবেন।

সম্প্রতি, মোহামেডানের হয়ে খেলতে নেমেই আরও একবার সমালোচনায় আসেন সাকিব আল হাসান। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) খেলায় আম্পায়ারের উপর চটে গিয়ে পা দিয়ে লাথি মেরে স্ট্যাম্প ভাঙেন এই ক্রিকেট তারকা। বিস্তারিত...

পরে অবশ্য ক্ষমা চেয়েছেন সাকিব। পেয়েছেন শাস্তিও। তবে সাকিবের স্ত্রী শিশিরের দাবি, সাকিব ষড়যন্ত্রের শিকার। 

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়