Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:২৭, ১৯ জুন ২০২১
আপডেট: ২২:০৩, ১৯ জুন ২০২১

অধিনায়ক হিসেবে কোহলির অনন্য রেকর্ড

বিরাট কোহলি

বিরাট কোহলি

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। সাউদাম্পটনে টস করার সঙ্গে সঙ্গে অধিনায়ক হিসেবে অনন্য রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। 

ভারতের হয়ে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচে অধিনায়কত্বের রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন ভারতকে দুটি বিশ্বকাপ ট্রফি উপহার দেয়া মহেন্দ্র সিং ধোনি। 

ভারতের হয়ে টেস্টে সর্বোচ্চ ৬১ ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ড এখন কোহলির। ২০১৪ সাল থেকে এই দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। 

নতুন কীর্তি গড়ার পথে কোহলি ছাড়িয়ে গেছেন পূর্বসূরী মহেন্দ্র সিং ধোনিকে। ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত ধোনি মোট ৬০টি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন ভারতের আরেক সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তিনি ২০০০ থেকে ২০০৫ সালের মধ্যে দলকে ৪৯ টেস্টে নেতৃত্ব দিয়েছেন।

সমান ৪৭টি করে টেস্টে দলকে নেতৃত্ব দিয়ে এর পরই যৌথভাবে অবস্থান করছেন দুই কিংবদন্তি সুনীল গাভাস্কার ও মোহাম্মদ আজহারউদ্দিন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়