স্পোর্টস প্রতিবেদক
আপডেট: ২৩:২৪, ১৯ জুন ২০২১
আজ রাতে হাইভোল্টেজ ম্যাচ: জার্মানদের সাথে কতোক্ষণ টিকবেন রোনালদো?
রোনালদোকে বলা হয় গোলমেশিন। পর্তুগালের এই জনপ্রিয় তারকা তার দক্ষতার কারণে সারাবিশ্বে প্রশংসা পেয়েছেন। ম্যাচে রোনালদোর ছোঁয়া মানেই তার নামে এক বা একাধিক গোল নিশ্চিত।ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর থেকেই নিজের উইঙ্গার তকমা ফেলে বনে গেছেন স্ট্রাইকার। এরপর থেকেই সমানতালে গোল করে গেছেন। এখনও বজায় রেখেছেন নিজের ধারাবাহিকতা।
তবে এই গোলমেশিন রোনালদো কার কাছে বারবার হারেন সেটি জানেন? ২টা দলের কাছে বলা চলে একপ্রকার অসহায় তিনি। দুই ইউরোপিয়ান দেশ ফ্রান্স ও জার্মানি তার জন্য একেবারে অপয়া প্রতিপক্ষ। ২ বারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে ৬টি ম্যাচ খেলেও কোন গোল আদায় করতে পারেননি তিনি। ৪ বারের বিশ্বকাপজয়ী জার্মানির বিপক্ষেও খেলেছেন ৪টি ম্যাচ। এই দলটির বিপক্ষেও একবারের জন্যও জাল খুঁজে পাননি তিনি।
এখন ভাবুন এই রোনালদো কতোটুকু মরিয়া এদের বিপক্ষে জয়লাভ করতে। ফুটবলপ্রেমীদের জন্য প্রায় ঐতিহাসিক ম্যাচ হতে পারে রোনালদোর বিপক্ষে জার্মানির আরেকটি ম্যাচ। আর আজ সেটিই ঘটবে। আজ শনিবার (১৯ জুন) রাতে ইউরোতে হাইভোল্টেজ ম্যাচে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি লড়াইয়ে নামছে ইউরোপের দুই পরাশক্তি।
অতীতে দেখা গেছে রোনালদোর আশেপাশে প্রহরীর মতো দাঁড়িয়ে থাকে জার্মান ডিফেন্ডাররা। আর তাতেই অসহায় হতে হয় আমাদের গোলমেশিন রোনালদোকে।
জার্মানি-পর্তুগাল মুখোমুখি পরিসংখ্যান
পর্তুগাল ও জার্মানি এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে সর্বমোট ১৮ বার। তাতে জার্মানির জয় ১০টি, আর পর্তুগালের জয় ৩টিতে। বাকি ৫ ম্যাচ ড্র। তবে দুই দলের সর্বশেষ মুখোমুখি আরো ৭ বছর আগে; ব্রাজিল বিশ্বকাপে। সেবার মুলারের হ্যাটট্রিকে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল পর্তুগিজ বাহিনী, পেপে দেখেছিলেন লাল কার্ড। এবার নিশ্চয়ই পর্তুগাল চাইবে না তার পুনরাবৃত্তি হোক। সেক্ষেত্রে পর্তুগালের জন্য অনুপ্রেরণা হতে পারে ২০০০ সালের ইউরো। সেবার জার্মানিকে তারা হারিয়েছিল ৩-০ গোলে। সেই থেকে 'ডাই মানশাফট'দের বিপক্ষে আর জয় নেই পর্তুগালের।
দেখা যাবে যেসব চ্যানেলে
- টিভিতে: ইউরো কাপে পর্তুগাল বনাম জার্মানি ম্যাচ দেখা যাবে সনি টেন২ এসডি এবং এইচডিতে।
- অনলাইনে: ইউরো কাপে পর্তুগাল বনাম জার্মানি ম্যাচ অনলাইনে দেখা যাবে সনি লিভ এবং জিও টিভিতে।
আইনিউজ/এসডি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা

























