Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:২৮, ২০ জুন ২০২১
আপডেট: ২০:৩৬, ২১ জুন ২০২১

মোহামেডানকে বিধ্বস্ত করে আবাহনীর জয়

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির ‍সুপার লিগ পর্বে আবাহনী লিমিটেডের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। 

রোববার (২০ জুন) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অধিনায়ক মুশফিকুর রহিমের ফিফটি ও ওপেনার মুনিম শাহরিয়ারের চল্লিশোর্ধ্ব ইনিংসে দুই শ ছোঁয়া পুঁজি গড়ে আবাহনী। পরে বোলাররা দারুণ নৈপুণ্য দেখান। সুবাদে ৬০ রানের বড় জয় তুলে নেয় আবাহনী। 

এর আগে লিগ পর্বে আবাহনীর বিপক্ষে বৃষ্টি আইনে ৩১ রানে জিতেছিল মোহামেডান। প্রিমিয়ার লিগে আবাহনীর বিপক্ষে পাঁচ বছরের মধ্যে সেটিই ছিল মোহামেডানের প্রথম জয়। 

চলতি ঢাকা প্রিমিয়ার লিগে তৃতীয়বারের মতো ১৮০ ছাড়ানো ইনিংসে আবাহনী দাঁড় করায় ১৯৩ রানের সংগ্রহ। বিপরীতে মোহামেডান করতে পেরেছে ১৩৩ রান। 

আবাহনীর অধিনায়ক মুশফিক ৩২ বলে অপরাজিত ৫৭ রান করেন। তার ইনিংসে ছিল ৮ চার ও ১ ছক্কা। মুনিম ২৭ বলে ৪৩ রান করেন ৫ চার ও ২ ছক্কায়।

এ ছাড়া নাজমুল হোসেন শান্ত ১৭ বলে ৩ ছক্কায় ২৭, মোহাম্মদ নাঈম ১৮ বলে ২ চার ও ১ ছক্কায় করেন ২৪ রান। মোহামেডানের পক্ষে রুয়েল ও আসিফ হাসান ৩টি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে মোহাম্মদ সাইফউদ্দিনের তোপে পড়ে মোহামেডান। প্রথম ওভারেই শূন্য রানে ২ উইকেট হারায় দলটি। এরপর দ্রুত আরো ৪ উইকেট হারিয়ে ৪২ রানে ৬ উইকেটে পরিণত হয় তারা।

সেখান থেকে মাহমুদুল হাসানের ৩৬ বলে ৩৭ ও আবু হায়দারের ৪২ বলে অপরাজিত ৫৩ রানে ৭ উইকেটে ১৩৩ রানে থামে মোহামেডান।

আবাহনীর পক্ষের সাইফউদ্দিন ও মোসাদ্দেক সর্বাধিক ২টি করে উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন মুশফিকুর রহিম।

এদিন সুপার লিগের আরেক ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে শেখ জামাল। গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম দোলেশ্বরের মধ্যকার সুপার লিগের অন্য ম্যাচটি বৃষ্টির কবলে পড়ে।

সকালে মিরপুরে টস হেরে ব্যাট করতে নামা গাজী গ্রুপ ১২ ওভারে ৪ উইকেটে ৭৩ রান করার পর বন্ধ হয়ে যায় খেলা। এখন রিজার্ভডেতে হবে ম্যাচটি।

বিকেএসপিতে রেলিগেশন পর্বে লিজেন্ডস অব রূপগঞ্জ ও পারটেক্স স্পোর্টিং ক্লাব মুখোমুখি হওয়ার কথা ছিল। বৃষ্টির কারণে বলই মাঠে গড়ায়নি সে ম্যাচে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়