স্পোর্টস প্রতিবেদক
আপডেট: ১১:৫৬, ২৩ জুন ২০২১
অনিশ্চয়তায় রোনালদো ও তার পর্তুগাল
ইউরো চ্যাম্পিয়নশিপে মৃত্যুকূপ খ্যাত ‘গ্রুপ এফ’ থেকে শেষ ষোলোতে জায়গা পেতে অনেকটা শঙ্কায় রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। পয়েন্ট টেবিলের তিনে অবস্থান করা পর্তুগিজরা ইউরো মিশন থেকে ছিটকে পড়বে- এমনটাও ভাবছেন অনেকে। একই সঙ্গে চলতি আসরেই দেশের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলাদাতা হতে পারবেন কিনা সেই অনিশ্চয়তা ভুগছেন ক্রিশ্চিয়ানো রোনালদোও।
ইউরো ২০২০-এ হাঙ্গেরির বিপক্ষে ৩-০ গোলে দারুণ শুরুর পরে জার্মানদের বিপক্ষে খেই হারায় রোনালদোরা। দারুণভাবে কামব্যাক করা জার্মানরা জোড়া আত্মঘাতী গোলের পাশাপাশি আরো দুইবার পর্তুগিজদের জালে বল জড়ায়।
আগামী ২৪ জুন বাংলাদেশ সময় রাত ১টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে লড়তে হবে পর্তুগালকে। একই সময়ে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা হাঙ্গেরির মুখোমুখি হবে জার্মানরা। সে ম্যাচে অবশ্য ফেবারিট হিসেবেই খেলবে জোয়াকিম লোর শিষ্যরা।

অন্যদিকে, বিশ্বকাপ জয়ীদের বিপক্ষে জয়ের বিকল্প নেই ফার্নান্দো সান্তোসের শিষ্যদের। হারলেই বাদ এমন সমীকরণের ম্যাচে রোনালদোরা জয় না পেলে জার্মান-হাঙ্গেরির ফলের দিকে তাকিয়ে থাকতে হবে। সেখানে জার্মানরা ড্র করলে বা জিতলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হতে পারে তাদের।
আর ফ্রান্সের বিপক্ষে জয় পেলে এবং অন্য ম্যাচে জার্মানরা হেরে গেলে গ্রুপসেরা হয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করবে পর্তুগাল। তবে ফ্রান্সের বিপক্ষে হার বা ড্র করলে বেশ ঝামেলায় পড়বে সিআর সেভেন বাহিনী।

এদিকে, ইউরো ২০২০ আসরে এখন পর্যন্ত ক্রিশ্চিয়ানো রোনালদো সর্বোচ্চ গোল স্কোরার হলেও আন্তর্জাতিক ম্যাচে দেশের হয়ে সর্বোচ্চ স্কোরার বনে যেতে আরো অপেক্ষা করতে হতে পারে তার।
চলতি আসরে ফ্রান্সের বিপক্ষে আরো দুই গোল করতে পারলে ছুঁয়ে ফেলতে পারবে ইরানি খেলোয়াড় আলী দাইয়ি’র রেকর্ড। বর্তমানে আলী দাই ১০৯ গোল নিয়ে সর্বোচ্চ গোল স্কোরার হিসেবে আছেন, সেখানে পর্তুগিজ তারকা ফুটবলার রোনালদোর নামের পাশে রয়েছে ১০৭ গোল। এবারের ইউরোতে রোনালদোর পর্তুগাল শেষ ষোলোয় উঠতে ব্যর্থ হলে রোনালদোর অপেক্ষা আরো বাড়তে পারে।
আইনিউজ/এসডি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























