Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮:০৩, ২৬ জুন ২০২১
আপডেট: ১৮:১৭, ২৬ জুন ২০২১

সুখবর পেলেন মাহমুদউল্লাহ রিয়াদ

মাহমুদউল্লাহ রিয়াদ

মাহমুদউল্লাহ রিয়াদ

আসন্ন জিম্বাবুয়ে সফরের জন্য বুধবার (২৩ জুন) তিন ফরম্যাটের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ছিলেন না টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ছিলেন ওয়ানডে স্কোয়াডেও।

আজ হঠাৎ করেই সুখবর পেলেন অভিজ্ঞ এই তারকা ক্রিকেটার। হুট করেই টেস্ট স্কোয়াড ঢুকে পড়ল তার নাম। যার ফলে এখন টেস্ট স্কোয়াড দাঁড়াল ১৮ জনের।

শনিবার এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টেস্ট স্কোয়াডে রিয়াদের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। 

সবশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে রাওয়ালপিন্ডি টেস্টে খেলেছিলেন মাহমুদউল্লাহ। সেই সফরের প্রায় ১৬ মাস পর টেস্ট দলে ফিরলেন এ অভিজ্ঞ অলরাউন্ডার।

এখন পর্যন্ত ৪৯টি টেস্ট খেলে চারটি শতক ও ১৬টি অর্ধশতকে ২৭৬৪ রান করেছেন রিয়াদ।

আগামী ৭ জুলাই থেকে হারারেতে শুরু হবে জিম্বাবুয়ে ও বাংলাদেশের মধ্যকার একমাত্র টেস্ট। টেস্ট ম্যাচের পর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। 

বাংলাদেশের টেস্ট স্কোয়াড : 

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী রাহী, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়