Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫০, ২৭ জুন ২০২১
আপডেট: ১২:১১, ২৭ জুন ২০২১

অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টারে আক্রমণাত্মক ইতালি

ইউরোতে শুরু থেকেই ইতালির ফুটবল মুগ্ধ করছে সবাইকে। ইতালি মানেই রক্ষণাত্মক ফুটবল, এই ধারণাটা সম্পূর্ণ বদলে দিয়েছেন রবার্তো মানচিনি। পাওলো রোসি, রবার্তো বাজ্জোদের আমলেও এত আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায়নি। শনিবার ইউরো কাপের দ্বিতীয় রাউন্ডে রুদ্ধশ্বাস ম্যাচে অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে ইতালি।

ওয়েম্বলি স্টেডিয়ামে এদিন ম্যানুয়েল লোকাতেল্লিকে বাদ দিয়ে প্রথম একাদশ সাজান মানচিনি। প্রত্যাশা মতোই অস্ট্রিয়ার কোচ ফ্রাঙ্কো ফোদা ৪-২-৩-১ ছকে দল সাজিয়েছিলেন। গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই দুই প্রান্ত দিয়ে আক্রমণে উঠেছে ইতালি।

এই ম্যাচে অস্ট্রিয়ার জার্মান কোচ চিয়ো ইমমোবিলেদের ডানা দুটিই যেন কেটে দিয়েছিলেন। সমস্যা আরো বাড়ে লোকাতেল্লি না থাকায়।

ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। ৬৫তম মিনিটে মার্কো আরনাউতোভিচ গোল করে এগিয়ে দেয় অস্ট্রিয়াকে। ভিডিও প্রযুক্তি ব্যবহার করে অফসাইডের কারণে তা বাতিল করে দেন রেফারি। এর পরে আর মানচিনি ঝুঁকি নেননি। ভেরাত্তির জায়গায় লোকাতেল্লি ও বারেল্লার পরিবর্তে মাতেয়ো পেসিনাকে নামান তিনি। আক্রমণের ঝাঁঝ বাড়ে ইতালির। তবে সেরা চাল অবশ্যই নির্ধারিত সময় শেষ হওয়ার ছয় মিনিট আগে বেরার্দির পরিবর্তে ফেডেরিকো কিয়েসা ও ইমমোবিলের জায়গায় আন্দ্রেয়া বেলোত্তিকে মাঠে নামানো। তবুও নির্ধারিত সময়ে গোল হয়নি।

নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে স্কোরলাইন গোলশূন্য থাকে। তাই খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে পাঁচ মিনিটের মধ্যেই স্পিনাজোলার পাস বিপক্ষের পেনাল্টি বক্সে বল ধরে বাঁ-পায়ের শটে জালে জড়িয়ে দেয় কিয়েসা। ১০৫তম মিনিটে ২-০ করে পরিবর্ত হিসেবে নামা আর এক তারকা পেসিনা।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধে অস্ট্রিয়া ০-২ পিছিয়ে পড়ার পরেও লড়াই ছাড়েনি। সাসা কালাজদজিচ ১১৪তম মিনিটে ব্যবধান কমালেও দলের হার বাঁচাতে পারেননি।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়