স্পোর্টস ডেস্ক
আপডেট: ১৮:৪১, ২৭ জুন ২০২১
ক্রিকেটের জন্য আলাদা টিভি চ্যানেল খুলতে চান পাপন
নাজমুল হাসান পাপন
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর টিভি সম্প্রচারের কারণে এবার বেশি জনপ্রিয়তা পেয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
তাই ডিপিএলের মতো দেশের সব ঘরোয়া লিগ এখন থেকে টিভি পর্দায় সম্প্রচারের আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
এসব টুর্নামেন্ট সরাসরি সম্প্রচারে যদি দেশের টিভি চ্যানেলগুলো আগ্রহ প্রকাশ না করে তবে নতুন টিভি চ্যানেল খোলা হবে বলেও জানান বিসিবি সভাপতি।
পাপন বলেন, ‘এখন থেকে যেন দেশের সব ঘরোয়া লিগ খেলা সরাসরি সম্প্রচার করা যায় তা নিয়ে কাজ করতে হবে। এ নিয়ে কোনো চ্যানেলের সঙ্গে লম্বা চুক্তিতে যেতে পারি কি না সেটা দেখছি আমি। তা না হলে যদি ক্রিকেটের জন্য আলাদা চ্যানেল নিতে হয় সেটার জন্যও আমি চেষ্টা করব। যাতে করে আমাদের এনসিএল (জাতীয় ক্রিকেট লিগ) থেকে শুরু করে সব ঘরোয়া ক্রিকেট সম্প্রচার করা যায়।’
উল্লেখ্য, দুটি বেসরকারি টিভি চ্যানেলে এবার ডিপিএলের সুপার লিগের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করা হয়েছে। এছাড়া ফেসবুক ও ইউটিউব প্ল্যাটফর্মে প্রথম পর্ব এবং রেলিগেশন লিগ সম্প্রচার করা হয়েছে। প্রতিটি ম্যাচের খবর রেখেছেন দেশের ক্রিকেটসমর্থকরা। বিষয়টি চোখে পড়েছে বিসিবি সভাপতি। এতে যারাপরনাই খুশি পাপন।
তিনি বলেন, ‘ডিপিএল সরাসরি সম্প্রচারে অভূতপূর্ব সাড়া পেয়েছি দর্শকদের। এত মানুষ খেলা দেখেছে এবং মন্তব্য করেছে যে টিভি চ্যানেলগুলোই আশ্চর্য হয়েছে। আমরা সব খেলা যদি টিভিতে দেখাতে পারতাম তাহলে খেলার মান বাড়ত। এতে শুধু খেলোয়াড়দের না, আম্পায়ারিংয়ের মানও বাড়বে, কারণ সবাই খেলা দেখবে। তখন খেলোয়াড়দের বাড়তি তাড়না থাকে- আমাকে আজ ভালো খেলতে হবে। সরাসরি সম্প্রচারের কারণে ডিপিএলটা খুব ভালোভাবে উপভোগ করা গেছে।’
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























