Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৭, ২৮ জুন ২০২১
আপডেট: ২৩:৫৩, ২৮ জুন ২০২১

‘আমায় কিছু জানায় না বিসিবি, কোনও মতামত নেয়না; ভাইস চেয়ারম্যান আছি কি না তাও জানিনা’

দল ও কোচ সংক্রান্ত বিষয় নিয়ে মুখ খুলেছেন বিসিবির পরিচালক ও গেম ডেভেলপমেন্ট ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। জানিয়েছেন, ক্রিকেট অপারেশন্স কমিটির ভাইস চেয়ারম্যান হলেও, তিনি জানেন না কোচ নিয়োগের বিষয়ে। এমনকি কোন ধরণের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তার মতামত নেয়া হয় না বলেও জানান সুজন।

সোমবার (২৮ জুন) গণমাধ্যমকে এসব জানান তিনি।

গত শনিবার স্পিন বোলিং পরামর্শক হিসেবে রঙ্গনা হেরাথ ও ব্যাটিং কোচ হিসেবে অ্যাশওয়েল প্রিন্সকে নিয়োগ দেয় বিসিবি।

সুজন বলেন, আমি তো অপারেশনের ভাইস চেয়ারম্যান। কিন্তু আমি আপনাদের পরে জানি যে দুইজনকে নিয়োগ দেয়া হয়েছে। হয়তোবা আমি বায়োবাবলে ছিলাম কিন্তু আমার কাছে তো ফোন ছিল। পরে জানলাম অ্যাশওয়েল প্রিন্স এবং হেরাথকে নিয়োগ দিয়েছে। হেরাথের কথা আমিই বলেছিলাম। সে হয়তো গুড চয়েস। কিন্তু আমি একদমই জানতাম না। কোচ কি? ওরা তো বেশিদিন হয়নি ক্রিকেট ছেড়েছে। পরে দেখলাম যে অ্যাশওয়েল কে কেবল একটা সিরিজের জন্য নেয়া হয়েছে, হেরাথকে মনে একটু বেশি সময়ের জন্য নেয়া হয়েছে। যাই হোক, দেখা যাক ওরা কেমন করে।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। দুই সাবেক ক্রিকেটারের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে সেটি পরিষ্কার। 

সুজন বলেন, আমি এখনো ভাইস চেয়ারম্যান আছি কিনা অপারেশনের সেটাও আমি জানিনা। আমি কোন মিটিংয়ে এ্যাটেন্ড করি না, আমাকে সেভাবে ডাকাও হয়না। মাঝে ২ বছর ইমেলই পাইনি, এখন তো মাঝেমাঝে পাই তাও। মেইলের মাধ্যমেই আমি জেনেছি দুইজনকে নিয়োগ দেয়া হয়েছে। আগে অনেক ইনভলভ থাকতাম। কিন্তু এখন আমি আসলে অপারেশনের সাথে অতটা ইনভলব না।

তিনি আরো বলেন, আমি জানিনা কেন আমাকে রাখা হয়না। আমি চেষ্টা করি যতটুকু লাগে হেল্প করার। আমার নিজেরও দায়িত্ব আছে, সে বিষয়ে আমি সচেতন অনেক। ডেভেলপমেন্ট এর দায়িত্ব আছে। বিকেএসপিতে আমার অনূর্ধ্ব-১৯ দলের ট্রেনিং চলছে। বিদেশি কোচ এসেছে। সেসব নিয়ে আমি বিজি ছিলাম।

জাতীয় দলের প্রায় সব সিরিজেই সুজনকে দেখা গেলেও, আসন্ন জিম্বাবুয়ে সফরে দলের সঙ্গে যাচ্ছেন না তিনি। পারিবারিক কারণ দেখিয়ে এই সিরিজ থেকে অব্যাহতি নিয়েছেন সাবেক এই অধিনায়ক। তবে মূল কারণটা যে তা নয়, সেটি পরিষ্কার বুঝা যাচ্ছে।

সূত্রঃ ইত্তেফাক

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়