Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:২৯, ২ জুলাই ২০২১
আপডেট: ২০:২১, ২ জুলাই ২০২১

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টেস্ট দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে ২০ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। যাতে জায়গা পেয়েছেন নতুন চার মুখ।

তারা হলেন- শিভাঙ্গা তানাকা, জয়লর্ড গুম্বি, তাকুজওয়ানাশে কাইতানো ও ডিয়ন মায়র্স। নতুন মুখ গুম্বি ৪৪টি ও কাইতানো ২১ টি এবং মায়ভর্স ও তানাকা মাত্র পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন।

সিন উইলিয়ামসনের নেতৃত্বাধীন দলে ফিরেছেন ব্রেন্ডন টেলর, ডোনাল্ড ত্রিপানো, ক্রেইগ আরভিন, টেন্ডাই চাতারা ও টিমাইসেন মারুমা। ইনজুরির কারণে জিম্বাবুয়ের সর্বশেষ দু’টি টেস্ট সিরিজে খেলতে পারেননি আরভিন।

সর্র্বশেষ পাকিস্তানের বিপক্ষে খেলা টেস্ট সিরিজের ১৬ সদস্যের দল থেকে বাদ পড়েছেন প্রিন্স মাসভাউরে ও তারিসাই মুসাকান্দা।

আগামী ৭ ‍জুলাই থেকে হারারে স্পোর্টস ক্লাব মাঠে শুরু হবে একমাত্র টেস্টটি। টেস্ট শেষে তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচও খেলবে বাংলাদেশ।

জিম্বাবুয়ে টেস্ট দল : 

সিন উইলিয়ামস (অধিনায়ক), রেজিস চাকাভা, টেন্ডাই চাতারা, টেন্ডাই চিসোরো, তানাকা চিভাঙ্গা, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জংবে, রয় কাইয়া, তাকুদজওয়ানশে কাইটানো, কেভিন কাসুজা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, টিমাইসেন মারুমা, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেইলর, ডোনাল্ড টিরিপানো।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়