Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৪, ৪ জুলাই ২০২১
আপডেট: ১০:৫৪, ৪ জুলাই ২০২১

নেইমাররা তো সেমিফাইনালে, আর্জেন্টিনা উঠতে পারবে তো?

কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালপর্বের নিজেদের ম্যাচে চিলির বিপক্ষে জয় নিয়ে ইতোমধ্যেই সেমিফাইনালে নিজেদের জায়গা পোক্ত করেছে স্বাগতিক ব্রাজিল। নেইমাররা তো নিজেদের কাজ ভালোভাবেই সম্পন্ন করল এবার মেসিদের পালা। ইকুয়েডরকে হারিয়ে আর্জেন্টিনা সেমিফাইনালে উঠতে পারবে তো?

ব্রাজিলের সঙ্গে সমানতালেই এবার খেলে আসছে মেসিদের আর্জেন্টিনা। গ্রুপপর্বে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল নেইমাররা। অন্য গ্রুপে একই ম্যাচে একই পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরাও।

কোয়ার্টার ফাইনালপর্বে অবশ্য চিলির বিপক্ষে কষ্টার্জিত জয়ই পেয়েছে তিতের শিষ্যরা। প্রায় ৪৫ মিনিট ১০ জন নিয়ে খেলে শেষ পর্যন্ত লুকাস পাকুয়েতার গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছে ব্রাজিল।

এবার আর্জেন্টিনার পালা। সেরা আটের লড়াইয়ে অবশ্য তুলনামূলক সহজ প্রতিপক্ষই পেয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মেসিরা লড়বে ইকুয়েডরের বিপক্ষে। সেরা চারে উঠার লড়াইয়ে আগামীকাল (রবিবার) সকালে মাঠে নামবে দুদল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।

‘এ’ গ্রপে সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালপর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে খেলবে লিওনেল মেসিরা। তিন ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে ‘বি’গ্রুপে চতুর্থ হয়েছে ইকুয়েডর।

সময়সূচি

  • উরুগুয়ে-কলম্বিয়া, ৪ জুলাই, ভোর ৪টা
  • আর্জেন্টিনা-ইকুয়েডর, ৪ জুলাই, সকাল ৭টা

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়