Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৮, ৪ জুলাই ২০২১
আপডেট: ১১:৫৪, ৪ জুলাই ২০২১

টাইব্রেকারে হারলো সুয়ারেজের উরুগুয়ে, সেমিফাইনালে কলম্বিয়া

কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে চলতি আসরের ‍তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ের খেলায় গোল পায়নি উরুগুয়ে-কলম্বিয়ার কেউই। নিয়ম অনুযায়ী সরাসরি ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

সেখানে নিজের দায়িত্বটা ভালোভাবেই পালন করেছেন কলম্বিয়ান গোলকিপার ডেভিড ওসপিনা। উরুগুয়ের দুটি পেনাল্টি কিক রুখে দিলে ৪-২ ব্যবধানে জয়ে সেমিফাইনালের টিকেট নিশ্চিক করেছে দলটি।

টাইব্রেকারে কলম্বিয়ার নেয়া প্রথম চার শটে মিস হয়নি একটিও। চারটিতেই এসেছে গোল। অন্যদিকে উরুগুয়ে প্রথম চার শটের দুটোই রুখে দেন কলম্বিয়ার গোলবারের অতন্দ্র প্রহরী। ফলে ব্যবধান ৪-২ হলে কারোরই শেষ শট নেয়ার প্রয়োজন পড়েনি।

এদিন সেরা আটের লড়াইয়ে কলম্বিয়ার কাছে পাত্তাই পাচ্ছিল না উরুগুয়ে। প্রথমার্ধের সারাক্ষণ আক্রমণ সামলাতে ব্যস্ত থাকতে হয়েছে। অন্যদিকে লুইস সুয়ারেজ এবং এডিনসন কাভানিরাও করেছে হতাশ। নিজের খেলাটাই খেলতে পারেননি তারা। এরপরও প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য ব্যবধানেই।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসে উরুগুয়ে। ৬০তম মিনিটে গোল পেয়ে যেত পারতো কোপা আমেরিকার সর্বোচ্চ শিরোপাজয়ীরা। কিন্তু সুয়ারেজ সহজ সুযোজ মিস করলে লিড নেয়া হয়নি। অন্যদিকে ৭৩তম মিনিটে কলম্বিয়ার স্ট্রাইকার দুভান জাপাতার জোরালো হেড কোনোমতে পা দিয়ে ঠেকান ফের্নান্দো মুসলেরা।

শেষ পর্যন্ত নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। গোলশূন্য ব্যবধানেই খেলা শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়