Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩:২৩, ৭ জুলাই ২০২১
আপডেট: ২৩:৩১, ৭ জুলাই ২০২১

প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ২৯৪/৮

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন শেষে ৮ উইকেটে হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দিন শেষে ৫৪ রানে মাহমুদউল্লাহ ও ১৩ রানে তাসকিন অপরাজিত আছেন।

বুধবার টস জিতে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় মুমিনুলবাহিনী। পেসার ব্লেসিং মুজারাবানির বলে শূন্য রানে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ওপেনার সাইফ হাসান। সুবিধা করতে পারেননি তিনে নামা নাজমুল হোসেন শান্তও। পঞ্চম ওভারে মুজারাবানির দ্বিতীয় শিকারে পরিণত হন শান্ত। ব্যক্তিগত ২ রানে তৃতীয় স্লিপে ক্যাচ দেন তিনি।

শ্রীলংকা সফরে ১৬৩ রানের ইনিংস খেলার পর থেকে ব্যর্থতার বৃত্তে শান্ত। এ ম্যাচেও পেলেন না রানের দেখা। সাইফ হাসান ব্যর্থ অনেক আগে থেকেই। শ্রীলংকা সিরিজে চরম ব্যর্থতার পরিচয় দিয়েও জিম্বাবুয়ের বিপক্ষে দলে আছেন তিনি।

৬৪ বলে ২৩ রান করে সাজঘরে ফেরেন সাদমান ইসলাম। ব্লেসিং মুজারাবানির বলে ১১ রানে এলবিডব্লিউর শিকার হয়ে সাজঘরে ফেরেন মুশফিকুর রহিমও। 

৫ বল খেলে ৩ রান করে নিজের মূল্যবান উইকেট বিলিয়ে দিয়েছেন সাকিবও। ভিক্টর নিয়াউচির বলে রেজিস চাকাভার হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন বিশ্ব সেরা এই টেস্ট অলরাউন্ডার। 

আইপিলের কারণে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলেননি সাকিব। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ফিরে খেলতে পেরেছেন মাত্র ৫ বল।
৯২ বলে ৭০ রান করে ভিক্টর নিয়াউচির বলে ডিওন মায়ার্সের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন মুমিনুল হক।

হাফ সেঞ্চুরির তুলে নিলেও শত রান করতে পারেননি লিটন দাস। ভক্তদের আশা দেখিয়েও ৯৫ রানে ডোনাল্ড টিরিপানোর বলে ভিক্টর নিয়াউচির হাতে ক্যাচ দিয়ে ৫ রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন তিনি। সুবিধা করতে পারেননি মেহেদী হাসান মিরাজও। নেমেই এক বলে কোনো রান না করেই মাঠ ছেড়েছেন তিনি। টিরিপানোর বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়