Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:২৫, ৮ জুলাই ২০২১
আপডেট: ১৫:২৯, ৮ জুলাই ২০২১

১৬ মাস পর টেস্টে ফিরেই মাহমুদউল্লাহ’র সেঞ্চুরি

চলতি জিম্বাবুয়ে সফরে হুট করেই মাহমুদউল্লাহ রিয়াদকে অন্তর্ভুক্ত করা টেস্ট স্কোয়াডে। যার পূর্ণ ব্যবহার করেছেন তিনি। দীর্ঘ ১৬ মাস পর ৫০তম টেস্ট ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন। তার ব্যাটে ভর করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের জন্য আশার প্রতীক হয়ে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি স্কোরকে ৩২০ এর বেশি নিয়ে যেতে পারবেন বলে ভরসা করেছিলেন টাইগারদের নতুন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স এবং তিনি সেই আশা রেখেছেন। 

আগেরদিন ৫৪ রানে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ। আজ দিনের ১৭ ও ইনিংসের ১০০তম ওভারে পরপর জোড়া বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি পূরণ করেছেন তিনি। টেস্ট ক্যারিয়ারে মাহমুদউল্লাহর এটি পঞ্চম সেঞ্চুরি। দলকে বিপদ থেকে উদ্ধার করা ইনিংসে সেঞ্চুরি করতে খেলেছেন ১৯৫ বল। যেখানে ছিল ১১ চার ও ১ ছয়ের মার।

তবে এক্ষেত্রে অপরপ্রান্তের ব্যাটসম্যান তাসকিন আহমেদ দুর্দান্ত সপোর্ট দিয়ে যাচ্ছেন।

এ প্রতিবেদন লেখার সময় ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৪০০ রান। অথচ ৩০০ ছুঁতে পারবে কি না তা নিয়েই দুশ্চিন্তা ছিল এক সময়।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়