Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:২০, ৮ জুলাই ২০২১
আপডেট: ০০:১১, ৯ জুলাই ২০২১

অলিম্পিক শুরুর আগে জাপানে জরুরি অবস্থা জারি

আর মাত্র দুই সপ্তাহ পর শুরু হওয়ার কথা রয়েছে টোকিও অলিম্পিকের। কিন্তু করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে জাপানে জারি হলো জরুরি অবস্থা। এর মধ্যেই অনুষ্ঠিত হবে অলিম্পিক গেমস।

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা তার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় টোকিওতে ১২ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত জরুরি অবস্থা জারি থাকবে।

এদিকে অলিম্পিক গেমস ২৩ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট পর্যন্ত চলবে।

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা বলেন, ‘করোনাভাইরাসের বিভিন্ন ধরনের বিস্তার এবং দেশের বাদবাকি অঞ্চলে সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকানোর বিষয়টি মাথায় রেখে আমাদেরকে কড়া ব্যবস্থা নিতে হচ্ছে। বিদ্যমান পরিস্থিতিতে আমরা জরুরি অবস্থা জারি করছি।’

জাপান সরকারের এই সিদ্ধান্তের পর ফাঁকা গ্যালারিতে অলিম্পিক আয়োজনের সিদ্ধান্ত জানিয়েছে আয়োজকেরা। টোকিও অলিম্পিকের প্রেসিডেন্ট সেইকো হাসিমোতো বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণের জন্য আমরা সীমিত আকারে গেমস উপস্থাপন করছি। এটা খুবই দুঃখজনক ঘটনা। স্থানীয়দের যারা গেমসের জন্য টিকিট কিনেছিলেন তাদের প্রত্যেকের জন্য আমি দুঃখিত।’

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়