Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৩, ১০ জুলাই ২০২১
আপডেট: ১৮:১২, ১০ জুলাই ২০২১

সাদমান-শান্ত’র সেঞ্চুরিতে বাংলাদেশের লিড পেরোলো ৪৫০

সিরিজের একমাত্র টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে চালকের আসনে বাংলাদেশ। ম্যাচের চতুর্থ দিন ব্যাট করছে টাইগাররা। দলের দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার সাদমান ইসলাম। শুধু সাদমানের নয় সেঞ্চুরি তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্তও।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ২৩ রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রতিপক্ষ বোলারদের কোনো সুযোগই দিলেন না সাদমান। তুলে নিলেন অনবদ্য সেঞ্চুরি। ১৮০ বল খেলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে পৌঁছান তিনি।

অন্যদিকে ক্যারিয়ারে এটা শান্তর দ্বিতীয় সেঞ্চুরি। টানা বেশ কয়েকটি ইনিংসে বাজে ব্যাটিং করার পর অবশেষে রানের দেখা পেলেন তিনি।

 এ রিপোর্ট লেখার বাংলাদেশের লিডও পার হয়ে গেছে ৪৫০ রান। দ্বিতীয় ইনিংসে এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের রান ১ উইকেট হারিয়ে ২৮৪।

কোনো উইকেট না হারিয়ে ৪৫ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ধীরে ধীরে রান বাড়ানোর দিকে মনোযোগ দেন দুই ওপেনার সাইফ হাসান ও সাদমান ইসলাম।

বাংলাদেশের ইনিংসের ৩১তম ওভারে গারাভার বল কাট করতে গিয়ে গালিতে ক্যাচ তুলে দেন সাইফ হাসান। প্রথম ইনিংসে রানের দেখা না পাওয়া এই ব্যাটসম্যান এবার সাজঘরে ফেরার আগে ৪৩ রান করেছেন।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৪৬৮ রানে অল আউট হয় বাংলাদেশ। জবাবে অল আউট হওয়ার আগে ২৭৬ রান করে জিম্বাবুয়ে। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়