Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৫ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৩, ১১ জুলাই ২০২১

কোপা আমেরিকার ফাইনাল নিয়ে মারামারি করবেন না: জামাল ভূঁইয়া

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই লড়াইকে ঘিরে বিশ্ব ফুটবল এখন আবেগের জোয়ারে ভাসছে। একদিকে লিওনেল মেসি, অন্যদিকে নেইমার। কার হতে উঠবে মহাদেশীয় এ টুর্নামেন্টের শ্রেষ্ঠত্বের স্মারক? সে উত্তর জানতে কৌতূহলী সবাই।

বিষয়টা ফুটবল বলেই এ কৌতূহল তৈরি করছে নানা ক্রিয়া-প্রতিক্রিয়ার। ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল বলে কথা। যে দু দলের বৈরিতা চিরকালীন। আর বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা মানেই তো ফুটবল ভক্তদের দুই ভাগে ভাগ হয়ে যাওয়া।

নানা শঙ্কা আর অনিশ্চয়তার মাঝে যে টুর্নামেন্টের শুরু, তার শেষটা হতে যাচ্ছে ‘সুপার ক্লাসিকো’ দিয়ে। রবিবার কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা। মারাকানায় মেসি-নেইমারদের শ্রেষ্ঠত্বের এ লড়াই শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়।

ব্যতিক্রম হচ্ছে না এবারও। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটি ঘিরে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় তো সংঘর্ষের ঘটনা ঘটেছে। এমনকি তা আর্জেন্টিনার সংবাদমাধ্যমেও ঠাঁই পেয়েছে। তবে যুগটা সোশ্যাল মিডিয়ার। ব্রাজিল-আর্জেন্টিনা মহারণের আগে ভক্তদের উন্মাদনার চিত্রটা এখন সেখানেই ফুটে উঠছে বেশি। কখনো যে সেটা মাত্রা ছাড়াচ্ছে, কেই-বা তার খেয়াল রাখছেন!

কোপা আমেরিকার ফাইনাল নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে। আগামীকাল সকালের ফাইনালের আগে দেশের বিভিন্ন স্থানে রীতিমতো পুলিশ মোতায়েন করা হয়েছে এই ব্রাজিল আর্জেন্টিনা ফাইনাল নিয়ে সৃষ্ট সহিংসতা নিয়ে। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এমন কিছু না করতে রীতিমতো অনুরোধই জানালেন। 

জামাল ভূঁইয়ার আহ্বান

এক ফেসবুক পোস্টে তিনি বলেন, 'বন্ধুরা, দয়া করে আপনারা আপনাদের দল হেরেছে বলে একে অন্যের সঙ্গে মারামারি করবেন না। একে অন্যকে সম্মান দিন, আর জয়ী দলকে একবেলা রাতের খাবার কিংবা আইসক্রিম কিনে দিতে পারেন।'

তাই বলে মহারণের আনন্দ নেওয়া থেকে পিছিয়ে থাকতে বলেননি তিনি। নিজেই তো মজেছেন ফাইনালের আনন্দে। আজ এক টক শোতে গিয়েছেন ব্রাজিলের জার্সি পরে, এরপর ফেসবুকেও জানালেন নিজের সমর্থক স্বত্বার কথা। বললেন, 'আপনারা দেখছেন, ছোট বেলা থেকেই আমি ব্রাজিল সমর্থন করে এসেছি। আর্জেন্টিনার একটি শক্তিশালী দল আছে, বিশ্বের সেরা খেলোয়াড়টা তাদের দলে আছেন (লিওনেল মেসি), কিন্তু আমি আশা করি ব্রাজিল আর্জেন্টিনাকে কোপা আমেরিকার ফাইনালে হারাতে পারবে। আমার প্রেডিকশন হচ্ছে, ব্রাজিল ২-১ গোলে জিতে শিরোপা উঁচিয়ে ধরবে। আপনার পূর্বানুমান কী? আমাকে জানান।'

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়