Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৫ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৭, ১১ জুলাই ২০২১
আপডেট: ১৫:১৯, ১১ জুলাই ২০২১

‘ভামোস আর্জেন্টিনা’ গেয়ে বাবার জয় উদযাপন করল মেসির ৩ ছেলে (ভিডিও)

দীর্ঘদিনের আক্ষেপের অবসান ঘটেছে। নিজের দুঃখের সাথে আর্জেন্টিনারও দুঃখ ঘুচালেন লিওনেল মেসি। তা-ও আবার রূপকথার মতো। কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের মাটিতে, ঐতিহাসিক মারাকানায় নেইমারকে কাঁদিয়ে ব্রাজিলকে হারিয়েছে আর্জেন্টিনা।

দীর্ঘ ২৮ বছর পর প্রধান কোনো টুর্নামেন্ট তো বটে, লাতিন আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলেছে আর্জেন্টিনা। দি মারিয়া ফাইনালের নায়ক হলেও পুরো আসরে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মেসি। জিতেছেন আসরের সেরা খেলোয়াড় ও শীর্ষ গোলদাতার পুরস্কার।

আর্জেন্টাইনভক্তরা হয়তো এই জয়ের সঙ্গে সেই 'মারাকানা ট্রাজেডির' সঙ্গে মেলাতে চাইবেন।

ক্যারিয়ারের সায়াহ্নে এসে দেশের জার্সিতে প্রথমবার কোনো প্রধান টুর্নামেন্টের শিরোপার স্বাদ পেলেন মেসি। এমন এক আনন্দের দিনে ম্যাচ শেষে মোবাইল নিয়ে পরিবারের সঙ্গে কথা বলতে দেখা যায় এলএমটেনকে। সতীর্থদের সঙ্গে বাধ ভাঙা উল্লাসেও মাতেন তিনি।

আর্জেন্টিনার শিরোপা জয়ে মাতে মেসির তিন ছেলেও। বাবা মাঠে সতীর্থদের সঙ্গে উদ্‌যাপনে ব্যস্ত। আর সন্তানেরা বাড়িতে বসে ‘ভামোস আর্জেন্টিনা’ গেয়ে উদ্‌যাপন করল আর্জেন্টিনা-মেসির জয়।

মেসির তিন সন্তানের ‘ভামোস আর্জেন্টিনা’ গাওয়া এক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে দেখা যায়, থিয়াগো, মাতেও ও সিরো একই সঙ্গে গাইছে, ‘ভামোস আর্জেন্টিনা’। তবে বড় দুই ভাই গলা মেলালেও, চুপ ছিলেন সিরো। তার এমন লাজুক স্বভাব দেখে অনেকের মন্তব্য, ‘বাবার (মেসি) মতোই লাজুক সে।’

এদিকে মেসির সাফল্যে তর সইছে না তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোরও। ইনস্টগ্রামে মেসির শিরোপা উদ্‌যাপনের এক ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আমরা চ্যাম্পিয়ন। এগিয়ে যাও আর্জেন্টিনা। এগিয়ে যাও ভালোবাসা (মেসি)। এত দিন ধরে যা স্বপ্ন দেখেছ, তা অবশেষে পেয়েছো। তুমি সত্যিই এর যোগ্য দাবিদার। তোমাকে দেখতে ও একসঙ্গে উদ্‌যাপনের জন্য তর সইছে না আমার।’

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়