Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৫ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৩, ১১ জুলাই ২০২১
আপডেট: ১৭:৫৯, ১১ জুলাই ২০২১

কোপা জয়ের পর মেসিরা গাইলেন ‘ব্রাজিল, এখন কেমন লাগে?’(ভিডিও)

কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের মাটিতে তাদের হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। এই ম্যাচে জয়ের নায়ক আনহেল ডি মারিয়া। তার একমাত্র গোলেই দীর্ঘ ২৮ বছর পর কোনো আন্তর্জাতিক শিরোপার স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। ম্যাচ জয়ের পর উদযাপনের ভিডিও পোস্ট করেছেন তিনি।

কোপা জয়ের পর ড্রেসিংরুমে আনন্দে মেতে ওঠেন আর্জেন্টিনার ফুটবলাররা। এসময় তারা চিরশত্রু ব্রাজিলকে নিয়ে দলবেঁধে একটা গান গাইতে থাকেন। সেই গানের সময় করা ভিডিওটাই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করেছেন ডি মারিয়া।

ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার সবাই মিলে গাইছেন বহুল আলোচিত গান- ‘ব্রাজিল, এখন কেমন লাগে?’ যে গানে মেসিকে সন্দেহাতীতভাবে সেরা বলা হয়েছে। আবার পেলের চেয়ে বড় করে দেখানো হয়েছে ম্যারাডোনাকে।

ফাইনালের নায়ক ডি মারিয়া হলেও ড্রেসিংরুমে মেসিকে ঘিরেই চলে যত উদযাপন। বয়সের হিসেবে এটাই আর্জেন্টাইন অধিনায়কের শেষ কোপার আসর। আর শেষ আসরেই তিনি করলেন বাজিমাত। ক্লাব ফুটবলে সব ধরনের ট্রফি একাধিকবার ছুঁয়ে দেখা আর্জেন্টিনার মহানায়কের হাতে এবার উঠল আন্তর্জাতিক শিরোপা।

গানের সময় ব্রাজিলকে খোঁচা মারা হলেও দুই দলের ফুটবলাররা ম্যাচ শেষে আড্ডা দিয়েছেন। এমনকি মেসি-নেইমারকে তো মজতে দেখা গেছে জম্পেশ আড্ডায়। দিনশেষে মানবিক সম্পর্কই যে আসল সেটাই যেন প্রমাণ করেছেন তারা।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়