Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৫ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:০২, ১১ জুলাই ২০২১
আপডেট: ২২:০৮, ১১ জুলাই ২০২১

হারারে টেস্টে বাংলাদেশের বড় জয়

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে ২২০ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ।স্বাগতিকদের ২৫৬ রানে অল আউট করে মাঠ ছেড়েছে টাইগাররা।

জিম্বাবুয়ের সামনে লক্ষ্য ছিল ৪৭৭ রানের। জিততে হলে বিশ্বরেকর্ডই গড়তে হতো। বাংলাদেশের হারের সম্ভাবনা কার্যত ছিল না, তবে হারারের উইকেট ব্যাটসম্যানদের পক্ষে থাকায় ড্র করার চেষ্টা ছিল জিম্বাবুয়ের।

শেষ দিনে স্বাগতিকদের হাতে ছিল ৭ উইকেট, দরকার ৩৩৭ রান। যে কোনো পিচেই কঠিন লক্ষ্য। জিম্বাবুয়ে সেই লক্ষ্য তাড়া করার চেষ্টাও করেনি।

বরং ১৬৪ রানে ৭ উইকেট হারানোর পর ড্রয়ের অসাধ্য সাধন করার চেষ্টা করে স্বাগতিকরা। শেষ তিন উইকেটে তারা ৩৪.৩ ওভার কাটিয়ে দিয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি।

তিন উইকেটে ১৪০ রান নিয়ে পঞ্চম তথা শেষদিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। প্রথম ঘণ্টা ঠিকঠাক কাটিয়ে দেন দুই ব্যাটসম্যান ডিওন মেয়ার্স ও ডোনাল্ড টিরিপানো। তবে এরপরই মিরাজ ও তাসকিনের আক্রমণে দিশেহারা হয়ে যায় তারা।

এই দুই বোলার মাত্র ১৯ বলের মাঝে শিকার করেন ৪ উইকেট। মেয়ার্স ২৬ রান করলেও টিমিসেন মারুমা ও রয় কাইয়া রানের খাতা খুলতে পারেননি। রেগিস চাকাভা করেন ১ রান। 

এরপর ম্যাচ হার ঠেকাতে আপ্রাণ লড়াই করেন টিরিপানো ও নাউচি। তবে তাদের প্রতিরোধ বেশিক্ষণ টেকেনি। লাঞ্চের পরই নাউচিকে ১০ রানে ফেরান তাসকিন। এরপর একপ্রান্তে লড়ে যাওয়া টিরিপানোকে আউট করেন এবাদত হোসেন। 

নাগাভাকে বোল্ড করার মাধ্যমে জিম্বাবুয়ের শেষ উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। এটি ইনিংসে তার চতুর্থ উইকেট। এছাড়া তাসকিনও চার উইকেট শিকার করেন। 

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৪৬৮ রানে অল আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে এক উইকেটে ২৮৪ রান তুলে ডিক্লেয়ার করে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ২৭৬ রান করেছিল জিম্বাবুয়ে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়