Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৫ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৫, ১২ জুলাই ২০২১
আপডেট: ০০:৩৬, ১৩ জুলাই ২০২১

আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ ডেভন কনওয়ে

ডেভন কনওয়ে

ডেভন কনওয়ে

চলতি বছরের জুন মাসের সেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পুরুষদের ক্যাটাগরিতে এ খেতাব জিতেছেন নিউজিল্যান্ডের উদীয়মান তারকা ক্রিকেটার ডেভন কনওয়ে। 

টেস্ট ক্যারিয়ারে লর্ডসে প্রথম ক্রিকেটার হিসেবে নিজের অভিষেক ম্যাচেই ডাবল সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন এই কিউই তারকা। পরের দুই টেস্টেও ফিফটির দেখা পেয়েছেন কনওয়ে। সব মিলিয়ে জুন মাসে তিন টেস্ট খেলে ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ৬৩.১৬ গড়ে ৩৭৯ রান করেছেন তিনি। 

রেকর্ড ৪৪৭ রেটিং পয়েন্ট নিয়ে তার আবির্ভাব হয় আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে।  ৩০ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যানের কাছে এই অর্জন বিশেষ কিছু হয়ে উঠেছে ক্রিকেটের অভিজাত সংস্করণের পারফরম্যান্সের স্বীকৃতি বলেই।

অন্যদিকে একলেস্টোন ভারত নারী দলের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে জিতেছেন জুনের সেরা নারী ক্রিকেটারের পুরস্কার। ব্রিস্টলে একমাত্র টেস্টে ৮ উইকেট নিয়েছেন তিনি। পরে দুই ওয়ানডেতে নিয়েছেন ৩টি করে মোট ৬ উইকেট।

প্রসঙ্গত, চলতি বছর এই পুরস্কার চালু হওয়ার পর থেকে প্রথম তিন মাসে এটি জিতেছেন ভারতীয় ক্রিকেটাররা। পুরুষ ক্রিকেটারদের মধ্যে জানুয়ারিতে ঋষভ পান্ত, ফেব্রুয়ারিতে রবিচন্দ্রন অশ্বিন ও মার্চে ভুবনেশ্বর কুমার পুরস্কার জেতেন। এপ্রিলে এই পুরস্কার ওঠে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের হাতে। মে মাসে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

নারীদের ক্ষেত্রে এক্লেস্টোনের আগে দক্ষিণ আফ্রিকার শাবনিম ইসমাইল, ইংল্যান্ডের ট্যামি বিউমন্ট, দক্ষিণ আফ্রিকার লিজেল লি ও অস্ট্রেলিয়ার এলিসা হিলি সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।

আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা দুই ক্রিকেটার। ভোট দিতে পারবেন ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়