Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৫ ১৪৩২

প্রকাশিত: ১৬:১৬, ১৪ জুলাই ২০২১
আপডেট: ১৬:২১, ১৪ জুলাই ২০২১

করোনা আক্রান্ত মুশফিকের বাবা-মা

বাবা-মায়ের সাথে মুশফিক

বাবা-মায়ের সাথে মুশফিক

সকালে জানা গিয়েছিল, জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ না খেলেই দেশে ফিরছেন মুশফিকুর রহিম। বিসিবি কর্তৃপক্ষ বলেছিল, পারিবারিক কারণে তিনি ফিরে আসছেন। কিন্তু কারণটা কি তা উল্লেখ করা হয়নি। অবশেষে উত্তর মিলল।

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মুশফিকুর রহিমের বাবা মাহবুব হাবিব ও মা রহিম খাতুন। জরুরি ভিত্তিতে দুজনকেই ঢাকায় আনা হচ্ছে। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সূত্রের খবর- বাবা-মার অসুস্থতার খবর শুনে বুধবারই জিম্বাবুয়ে থেকে দেশের পথ ধরেছেন মুশফিক। 

জিম্বাবুয়ে সিরিজ কাভার করতে যাওয়া সংবাদকর্মীদের বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানান, মা-বাবার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় গতকাল রাতেই মুশফিক দেশে ফেরার সিদ্ধান্ত নেন। মুশফিকের পরিবারের প্রতি শুভকামনাও জানিয়েছেন তিনি।

এর আগে এক বিবৃতিতে বিসিবি জানায়, ‘পারিবারিক কারণে মুশফিকুর রহিম জিম্বাবুয়ের সিরিজের বাকি অংশে অনুপস্থিত থাকবেন। আজই মুশফিক ঢাকার উদ্দেশে হারারে ত্যাগ করবেন।’

বিবৃতিতে মুশফিক ও তার পরিবারের গোপনীয়তাকে শ্রদ্ধা করার জন্য অনুরোধ করেছে বিসিবি।

এই খবরের রেশ মিলিয়ে না যেতেই জানা গেল মুশফিকের বাবা-মা দু’জনই করোনা আক্রান্ত। নিজ শহর বগুড়াতেই ছিলেন তারা। সেখানেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েন। বাবা-মার অবস্থার অবনতিতে দেরি না করে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন মুশফিক। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়