Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৫ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:৪২, ১৫ জুলাই ২০২১
আপডেট: ১৫:৪৪, ১৫ জুলাই ২০২১

করোনা আক্রান্ত রিশাভ পান্থ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের উইকেট রক্ষক ব্যাটসম্যান রিশাভ পান্থ। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।  

বৃহস্পতিবার সকালে বিসিসিআই জানায়, ইংল্যান্ড সফরে থাকা ২৩ সদস্যের ভারতীয় দলের ২ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে একজনের করোনা রিপোর্ট এরই মধ্যে নেগেটিভ এসেছে। অপরজনের করোনা পরীক্ষা হবে আগামী ১৮ জুলাই। সেই অপরজনই পান্থ। করোনায় আক্রান্ত হওয়ায় দলের সঙ্গে ডারহাম যাবেন না তিনি। 

বর্তমানে ইংল্যান্ডে সেভাবে করোনা বিধি মানা হচ্ছে না। কার্যত পুরোপুরি স্বাভাবিক জনজীবনে ফিরেছে ব্রিটেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর ভারতীয় দলকেও ছুটি দেওয়া হয়েছিল।

টিম ইন্ডিয়ার সদস্যরা প্রায় ২ সপ্তাহ নিজেদের মতো করে ছুটি কাটিয়েছেন। সে সময় বন্ধুদের সঙ্গে ইউরো কাপের ম্যাচ দেখতে গিয়েছিলেন পান্ট। ধারনা করা হচ্ছে, সেখানেই এই বিপত্তি ঘটেছে।

বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, সৌভাগ্যবশত এখন আর চিন্তার কোনো কারণ নেই। একজন ক্রিকেটারের করোনা রিপোর্ট এরই মধ্যে নেগেটিভ এসেছে। রোববার আরেকজনের পরীক্ষা হবে। তিনিও উপসর্গহীন। আমরা আশাবাদী যে রোববার নেগেটিভ রিপোর্টের পর তিনিও ভারতীয় শিবিরে যোগ দিতে পারবেন।

বোর্ডের সেই কর্তা আরো জানিয়েছেন, অন্য ক্রিকেটারদের নিয়েও আর উদ্বেগের কোনো কারণ নেই। সকলের নিয়মিত পরীক্ষা করা হচ্ছে। দলের অন্য কোনো ক্রিকেটার এই ভাইরাসে আক্রান্ত হননি। তাছাড়া, আক্রান্ত দুই তারকা এখন আইসোলেশনে আছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সেই কর্তা বলেন, গোটা দলই কঠোর করোনা বিধি পালন করছে। ক্রিকেটারদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের প্রাথমিক দায়িত্ব। এখন আর চিন্তার কারণ নেই।

আগামী ৪ আগস্ট ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে ভারত। এটাই দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ। তার আগে আগামী ২০ থেকে ২২ জুলাই একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। সেই প্রস্তুতি ম্যাচের আগে আগে এভাবে দুই তারকার করোনা আক্রান্ত হওয়া ভারতীয় শিবিরকে ধাক্কা দেবে, তাতে সন্দেহ নেই।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়