Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৫ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:৫০, ১৬ জুলাই ২০২১
আপডেট: ১৪:৩৯, ১৬ জুলাই ২০২১

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে।

 নিজেদের শেষ ম্যাচ থেকে একাদশে একাধিক পরিবর্তন নিয়ে খেলতে হবে বাংলাদেশকে। পারিবারিক কারণে দেশে ফেরায় এই সিরিজে মুশফিকুর রহিম নেই স্কোয়াডে। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও থাকবেন না তিনি। গোড়ালিতে চোট পাওয়ায় একাদশে নেই পেসার মুস্তাফিজুর রহমান। 

জিম্বাবুয়ের নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন করোনায় সৃষ্ট জটিলতায় টেস্টের পর ওয়ানডে সিরিজেও অনুপস্থিত থাকবেন।

দীর্ঘ সময় পর স্কোয়াডে ফিরলেও নুরুল হাসান সোহানের এ ম্যাচে একাদশে থাকার সুযোগ কম, যদিও নেই মূল উইকেটরক্ষক মুশফিকুর রহিম। মুস্তাফিজের চোটের কারণে কপাল খুলতে পারে শরিফুল ইসলামের, যিনি পেস আক্রমণ সামলাবেন তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিনের সঙ্গে। অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে লিটন দাসকে।

টেস্টের মত ওয়ানডে সিরিজেও উইকেট ও কন্ডিশন থাকবে পেসারদের পক্ষে। তাই মূল লড়াই হতে পারে দুই দলের পেসারদের মধ্যে। তবে পিচ থেকে সুবিধা পেতে পারেন ব্যাটসম্যানরাও।

এক নজরে দুই দলের সম্ভাব্য একাদশ 

বাংলাদেশ: তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে: তিনাশে কামুনহুকামওয়ে, তাদিওয়ানাশে মারুমানি, ডিওন মায়ার্স, ব্রেন্ডন টেলর (অধিনায়ক ও উইকেটরক্ষক), ওয়েসলে মাধেভেরে, সিকান্দার রাজা, রায়ান বার্ল, ডোনাল্ড টিরিপানো, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি, টেন্ডাই চাতারা।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়